পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

জামাইষষ্ঠীতে মিথিলা কী উপদেশ দিলেন সৃজিতকে? - সৃজিত মুখার্জির খবর

প্রথম জামাইষষ্ঠী দূরে দূরেই কাটল সৃজিত-মিথিলার ।

srijit mukherjee and mithila
srijit mukherjee and mithila

By

Published : May 28, 2020, 6:30 PM IST

Updated : May 28, 2020, 7:10 PM IST

কলকাতা : আলাদা আলাদা থেকেও মনের টান আছে ষোলোআনা । কথা হচ্ছে 'মিসৃ'কে নিয়ে । অর্থাৎ, সদ্য বিবাহিত রফিয়াত রশিদ মিথিলা ও সৃজিত মুখার্জি । আজ তো জামাইষষ্ঠী । বাংলাদেশে ধূমধামের সঙ্গে পালন করা হয় এই অনুষ্ঠান । আর এই পরিস্থিতিতে দুটো আলাদা দেশে রয়েছেন তাঁরা । একে অপরের থেকে দূরে । তবে নিজে হাতে আয়োজন না করতে পারলেও, সৃজিতকে কী পরামর্শ দিলেন মিথিলা ? জানালেন ETV ভারত সিতারাকে ।

একসঙ্গে..
এখন তাঁদের অবস্থা 'এই কূলে আমি আর ওই কূলে তুমি'-র মতো । স্বামীর জন্য মন কেমনের দুঃখ নিয়ে দিন কাটছে মিথিলার । সৃজিতও প্রিয়তমার বিরহে কাতর । এই চিত্রনাট্যের আসল ভিলেন কোরোনা । তাই পয়লা বৈশাখ, জামাইষষ্ঠী, সবই দূরে দূরে পালন করতে হচ্ছে তাঁদের । বাকি থেকে গেল জামাইয়ের প্রথম জামাইষষ্ঠী । তবে দিনটাকে একেবারে মাঠে মারা যেতে দিলেন না মিথিলা । ফোনে সৃজিতকে পরামর্শ দিলেন তিনি । ETV ভারত সিতারাকে বাংলাদেশ থেকে তিনি বলেছেন, "কী আর করব ! আমার বর তো কলকাতায় । আমি ঢাকায় । ওঁকে বলেছি, ভালোমন্দ কিছু বাড়িতেই খেয়ে নিতে । এই লকডাউনে তো আর জামাইষষ্ঠী হচ্ছে না ।"দূরে থাকলেও খুব ভালো থাকুন মিথিলা আর সৃজিত । সেই কামনাই করে ETV ভারত সিতারা ।
Last Updated : May 28, 2020, 7:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details