পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

আগামী সপ্তাহেই বাড়ি ফিরতে পারেন সৌমিত্র চট্টোপাধ্যায়, জানালেন চিকিৎসক - সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্বাস্থ্য

আগামী সপ্তাহের মধ্যে এনকেফ্যালোপ্যাথি থেকে রিকভার করতে পারলে, সৌমিত্র চট্টোপাধ্যায় বাড়িও ফিরতে পারেন, জানালেন চিকিৎসক ।

soumitra chatterjee covid
soumitra chatterjee covid

By

Published : Oct 18, 2020, 11:42 AM IST

কলকাতা : গত 12 দিন ধরে হাসপাতালে ভরতি আছেন সৌমিত্র চট্টোপাধ্যায় । কোরোনায় আক্রান্ত ছিলেন তিনি । তবে সেই জীবাণু থেকে মুক্তিও পেয়েছেন তিনি । তাঁর শারীরিক অবস্থারও উন্নতি হয়েছে । এখন কেমন আছেন সৌমিত্রবাবু ? ETV ভারত সিতারা প্রতিমুহূর্তে আপনাদের জানাচ্ছে তাঁর স্বাস্থ্যের খবর ।


হাসপাতালে সৌমিত্রর চিকিৎসক ডঃ অরিন্দম কর আমাদের বলেন, "ধীরে ধীরে সুস্থ হচ্ছেন সৌমিত্র । আমরা চেষ্টা চালাচ্ছি, যাতে তাঁকে খুব তাড়াতাড়ি সম্পূর্ণ সুস্থ করে তোলা যায় । এখনও পর্যন্ত ফুসফুসে কোরোনা সংক্রান্ত কোনও সমস্যা হয়নি তাঁর । অক্সিজেন দেওয়ার মাত্রা কমানো হয়েছে । এখন মাত্র 1-2 ইউনিট অক্সিজেন প্রয়োজন হচ্ছে সৌমিত্রর । স্যাচুরেশন 96-99% রয়েছে । আমরা এই মুহূর্তে তাঁকে বাইপ্যাপ সাপোর্টে রাখছি না । হার্ট, লিভার, কিডনি ও অন্যান্য অর্গ্যানের অবস্থা ভালো ।"


তিনি আরও বলেন, "যে ব্যাপারটা নিয়ে আমরা এখনও লড়ে যাচ্ছি, সেটা হল সৌমিত্রবাবুর পুরোপুরি জ্ঞানে ফেরা । এই মুহূর্তে তন্দ্রাচ্ছন্ন রয়েছেন । সামনে গিয়ে কথা বললে সাড়া দিচ্ছেন । মানুষজনকে চেনার চেষ্টা করছেন । কথা বলারও চেষ্টা করছেন । তবে দু'তিনটে কথাই বলতে পারছেন । অনেক মিউজ়িক শোনানো হচ্ছে সৌমিত্রকে । ওঁর পুত্র ও কন্যা এসেছিলেন । মেয়ের সঙ্গে খুব সুন্দর কানেকশন হচ্ছে সৌমিত্রবাবুর । মেয়ে কথাও বলেছেন । নতুন কোনও জটিলতা তৈরি হয়নি । তবে নেসগ্যাস্টিক টিউব দিয়ে ওঁকে খাওয়ানো হচ্ছে । এখনও মুখ দিয়ে খাওয়ানো শুরু করিনি আমরা । আগামী সপ্তাহের মধ্যে এনকেফ্যালোপ্যাথি থেকে রিকভার করতে পারলে, সৌমিত্রবাবু বাড়িও ফিরতে পারবেন ।"

কিংবদন্তির আরোগ্য কামনা করে ETV ভারত সিতারা ।

ABOUT THE AUTHOR

...view details