পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"এখন এত নেগেটিভিটি ভালো লাগছে না", শ্রীলেখার অভিযোগ প্রসঙ্গে শাশ্বত - saswata chatterjee sreelekha mitra ETV Bharat

এই মুহূর্তে দাঁড়িয়ে এই নেগেটিভিটি চাইছেন না শাশ্বত চ্যাটার্জি ।

Saswata Chatterjee on Sreelekha Mitra
Saswata Chatterjee on Sreelekha Mitra

By

Published : Jun 20, 2020, 8:00 PM IST

কলকাতা : 17 জুন রাত 10টা নাগাদ ফেসবুক লাইভে এসে বাংলা চলচ্চিত্র জগতের অনেককেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র । অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তাঁর এই লাইভ রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে টলিপাড়ায় । টলিউডে ক্ষমতার অপব্যবহার, নেপোটিজ়ম বা কাস্টিং কাউচ নিয়ে কেউ এত সোজাসুজি কিছু বলেননি । কেউ কেউ শ্রীলেখার পক্ষে কথা বলছেন, কেউ মন্তব্য করছেন বিপক্ষে । এই প্রসঙ্গে কী বললেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় ?


বাংলার সিনেমানুরাগী মানুষ জানেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় শুভেন্দু চট্টোপাধ্যায়ের পুত্র । বলা যেতেই পারে তিনি একজন স্টারকিড । একজন সুদক্ষ অভিনেতাও বটে । 'কাহানি' ছবিতে 'বব বিশ্বাস' চরিত্রটিকে বিখ্যাত বানানোর পরেও শাশ্বতকে 'বব বিশ্বাস' ছবিতে মুখ্য চরিত্রে নেওয়া হয়নি । সে তো স্টারকিড হওয়ার পরেই । আরও অনেকক্ষেত্রে তাঁকে যোগ্যতা অনুযায়ী উচ্চতা দেওয়া হয়নি । যদিও একের পর এক ছবিতে অভিনয় দক্ষতায় দর্শক-মনে পাকাপাকি আসনে বসেছেন শাশ্বত ।

শ্রীলেখা মিত্র শাশ্বতর কো-স্টার । একসঙ্গে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন 'আশ্চর্য প্রদীপ' ছবিতে । শ্রীলেখার একাধিক অভিযোগের প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে ETV ভারত সিতারাকে শাশ্বত সাফ জানিয়ে দেন, "এই সময় এত নেগেটিভিটি আমার ভালো লাগছে না" ।

Saswata Chatterjee on Sreelekha Mitra
তাঁর এই বক্তব্যে স্পষ্টই বোঝা যায়, শাশ্বত কোনও বিতর্কে জড়াতে চান না । কিংবা তিনি এই মুহূর্তে পুরোপুরি মনোযোগ দিতে চান কাজে । অরিন্দম শীলের শবর সিরিজ়ের চতুর্থ ছবিতে ফের শবরের ভূমিকায় শাশ্বত । তাঁর জন্য নিজেকে প্রস্তুত করেছেন তিনি । ঝরঝরে করে তুলেছেন নিজের চেহারা । সম্পূর্ণ কাজেই মনোনিবেশ করেছেন তিনি । স্টারকিড, নেপোটিজম এসব নিয়ে আলোচনা করার চেয়ে কাজটাই শাশ্বতর কাছে বেশি গুরুত্বপূর্ণ, বুঝিয়ে দিলেন তিনি ।

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details