কলকাতা : হৃদপিণ্ড একটি যন্ত্র এবং অনুভূতি অন্য জিনিস, এমনটাই বোঝাতে চাইছেন শিলাদিত্য। ছবির প্রধান চরিত্র আর্যা (অর্পিতা চট্টোপাধ্যায়), সোমক (সাহেব চট্টোপাধ্যায়) এবং ঋককে (প্রান্তিক বন্দ্যোপাধ্যায়) নিয়েই মূল গল্প। আর্যা সাইন্স কলেজের অধ্যাপিকা, বিবাহিতা এবং বাস্তবমতিত্ব। তার স্বামী সোমক সম্ভ্রান্ত পরিবারের ছেলে। স্ত্রীয়ের যত্ন নেয়। সোমকের সঙ্গে সুখী দাম্পত্যজীবন কাটায় আর্যা।
হৃদয় শুধু যন্ত্র মাত্র? উত্তর দেবে শিলাদিত্যের নতুন ছবি - Shiladitya new film
'সোয়েটার'এর সাফল্যের পর নতুন ছবির কাজে হাত দিয়েছেন পরিচালক শিলাদিত্য মৌলিক। ছবির নাম 'হৃদপিণ্ড'। ছবিতে প্রধান তিনটি চরিত্রে অভিনয় করছেন অর্পিতা চট্টোপাধ্যায়, সাহেব চট্টোপাধ্যায় এবং প্রান্তিক বন্দ্যোপাধ্যায়। ছবি প্রযোজনা করেছে প্যারাডাইস ফিল্ম প্রোডাকশন কোম্পানি লিমিটেড, এবং ছবির নিবেদন করছেন পরমা নেয়োটিয়া।
একদিন হঠাৎ আর্যার জীবনে ঘটে যায় একটি অপ্রত্যাশিত ঘটনা। সে ফিরে যায় তার কৈশোরে। কৈশোরে ঋক নামের একটি ছেলের সঙ্গে সম্পর্ক ছিল আর্যার, ঋককে খুব ভালোবাসতো সে। এই ঘটনাটি এই তিনজনের জীবনে এক রোমাঞ্চের সৃষ্টি করে। স্মৃতিশক্তি হারিয়ে আর্যার হৃদয় কি তাকে তার আসল ভালোবাসার দিকে নিয়ে যাবে? হৃদপিণ্ড কি শুধুই একটি যন্ত্র? তারই উত্তর দেবে এই 'হৃদপিণ্ড' ছবিটি।
ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন অনন্যা সেনগুপ্ত, অনুভব কাঞ্জিলাল, অভি মিত্র, ডাঃ দীপান্বিতা হাজারি সুব্রত গাঙ্গুলী এবং প্রদীপ চক্রবর্তী। আগামীকাল থেকে শুরু হচ্ছে এসব ছবির শুটিং। পরিচালকের প্রিয় পাহাড়েও চলবে কিছু অংশের শুটিং। এবারের গন্তব্য অরুণাচল প্রদেশ।