কলকাতা : ইতালিতে সিভিল যুদ্ধের সময় তৈরি হয়েছিল 'বেলা চাও' গানটি । এটি একটি ফ্যাসিজ়ম বিরোধী গান, যা কিনা মুক্তির কথা বলে, সহ্য করার কথা বলে । ইতালির ফ্যাসিস্ট বিরোধী সংগ্রামে অংশগ্রহণকারী প্রত্যেকটা মানুষ এই গান গেয়েছেন 1943 থেকে 1945 সালে । বর্তমান প্রজন্মের বাঙালি শ্রোতাদের মধ্যে গানটি অসম্ভব জনপ্রিয় হয়েছে । এতটাই জনপ্রিয় হয়েছে, যে গানটির অনুপ্রেরণায় তৈরি হয়েছে একটি গান, যার নাম দেওয়া হয়েছে 'লড়ে যাও'। একটি মিউজ়িক ভিডিয়ো রূপে মুক্তি পেয়েছে এই গান ।
'লড়ে যাও' গানটির কথা লিখেছেন আকাশ চক্রবর্তী । মিউজিক রিঅ্যারেঞ্জ করেছেন অম্লান । গানটি গেয়েছেন শুভঙ্কর এবং অমৃতা । প্রোগ্রামিং এবং মিক্স মাস্টার ছিলেন বব এস. এন.। গানটি একটি মিউজিক ভিডিয়োর রূপ নিয়েছে । সেখানে ভিজ়ুয়াল টেক্সট অনুপ্রাণিত হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা থেকে । টেক্সট লিখেছেন প্রশান্ত দত্ত । গানের ভিজ়ুয়াল গ্রাফিক্স করেছে ছায়াছবি । স্টুডিয়ো পোস্টার ডিজাইন করেছে শুভব্রত । গানটি প্রডিউস করেছে টিভিওয়ালা মিউজ়িক স্টেশন ।