শিল্পীরা মঞ্চে ফিরবেন, নেপথ্যে বাজবে 'মঞ্চে ফেরার গান' - গৌরব সরকার মঞ্চে ফেরার গান
যে কোনও পারফর্মিং আর্টের ক্ষেত্রেই এই ছ'টা মাস খুব কঠিন ছিল । হাতে কাজ ছিল না, পেটে ভাত ছিল না, মনে শান্তি ছিল না । তারই মধ্যে একটু সুখবর । খোলা প্রাঙ্গনে পারফর্ম করার অনুমতি দিল সরকার । এই পদক্ষেপকে সেলিব্রেট করবে গৌরব সরকারের 'মঞ্চে ফেরার গান' ।
![শিল্পীরা মঞ্চে ফিরবেন, নেপথ্যে বাজবে 'মঞ্চে ফেরার গান' gourab sarkar saregamapa](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-8878379-1001-8878379-1600666948789.jpg)
gourab sarkar saregamapa
কলকাতা : জ়ি বাংলা 'সা রে গা মা পা'-র অংশগ্রহণকারী এবং জনপ্রিয় গায়ক গৌরব সরকার তৈরি করলেন তাঁর মিউজ়িক ভিডিয়ো 'মঞ্চে ফেরার গান' । 6 মাস পর মিউজ়িশিয়ানরা মঞ্চে ফিরছেন, এই মুহূর্তটিকে উৎসর্গ করেই এই গান তৈরি করেছেন গৌরব । ETV ভারত সিতারার সঙ্গে এই প্রসঙ্গে কথা বললেন শিল্পী ।
25 মার্চ দেশব্যাপী লকডাউন ঘোষিত হওয়ার পর থেকে মঞ্চে দর্শকের সামনে গান-বাজনা করার সুযোগ হয়নি কোনও সঙ্গীতশিল্পীর । পেট চালাতে নিজের বাদ্যযন্ত্রকেও বিক্রি করে দিতে হয়েছে বহু শিল্পীকে । আনলক 4-এ কেন্দ্রীয় সরকার খোলা জায়গায় পারফর্ম করার অনুমতি দিয়েছে । 'মঞ্চে ফেয়ার গান' সেইসব দুস্থ মিউজ়িশিয়ানদের আবার পারফর্ম করতে উদ্বুদ্ধ করবে, তাঁদের ফিরে আসাকে সেলিব্রেট করবে ।
আবেগতাড়িত গৌরব আমাদের বলেন, "আমি চাই সব মিউজ়িশিয়নরা তাঁদের বাদ্যযন্ত্র নিয়ে মঞ্চে চলে আসুন । এই গান ভারতবর্ষের প্রত্যেক মিউজ়িশিয়ানের মনের অনুভূতিকে স্পর্শ করতে পারবে বলে আমাদের আশা ।"