কলকাতা : সম্প্রতি 'রঙ্গবতী' নিয়ে খুব হইচই চলছে টলিপাড়ায়। 'গোত্র' ছবির এই গান যতটা জনপ্রিয় হয়েছে, ততটাই জনপ্রিয় হয়েছে 'রঙ্গবতী চ্যালেঞ্জ'। সুরজিৎ ও ইমন চক্রবর্তীর গাওয়া গানে পা মিলিয়েছেন টলিউডের একাধিক সেলেব্রিটি, বাদ পড়েননি সাধারণ মানুষও। তবে এই গানের ইতিহাস অনেকদিনের। সাতের দশকে মুক্তি পাওয়ার পর থেকেই বিভিন্ন ধাপে জনপ্রিয়তা পেয়েছে এই গান।
সম্বলপুরী গানটি লিখেছেন মিত্রভানু গাউনটিয়া। কম্পোজ় করেছেন প্রভু দত্ত প্রধান এবং গেয়েছেন জিতেন্দ্র হরিপাল ও কৃষ্ণা প্যাটেল। জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে অনেক সম্মানও পেয়েছে 'রঙ্গবতী'। ২০০৭ সালে নিউ দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের দিন ওড়িশা রাজ্যের হয়ে প্রদর্শিত হয় 'রঙ্গবতী'। সেই বছরই ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক গায়ক জিতেন্দ্র হরিপালকে সম্মান দেন। কটকের স্টেডিয়ামে যখন আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়, তখন ভারতকে উৎসাহ দেওয়ার জন্য বাজতে থাকে 'রঙ্গবতী'।