পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'রঙ্গবতী' আজকের নয়, বহু পুরোনো! - Bengali Film

উড়িষ্যার অন্যতম জনপ্রিয় গান 'রঙ্গবতী'। সাতের দশকের মাঝামাঝি সময়ে গানটি প্রথম রেকর্ড হয় অল ইন্ডিয়া রেডিয়োতে। রাতারাতি জনপ্রিয় হয়ে যায় গানটি। এরপর একাধিকবার রেকর্ড করা হয়েছে এই গানটি। জনপ্রিয় হবার পর কলকাতার একটি রেকর্ড কম্পানি 'ইন্ডিয়ান রেকর্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড' গানটি রেকর্ড করে ১৯৭৬ সালে। ডিস্ক রিলিজ় করতে দেরি হয় এবং শেষমেশ ১৯৭৮-১৯৭৯ সালের মাঝামাঝি গিয়ে রিলিজ় করে। ২০১৭ সালে গানটি গেয়ে 'পদ্মশ্রী' সম্মান পেয়েছিলেন গায়ক জিতেন্দ্র হারিপাল। সুতরাং 'রঙ্গবতী' আজকের নয়, অনেক পুরোনো।

রঙ্গবতী

By

Published : Aug 2, 2019, 3:17 PM IST

কলকাতা : সম্প্রতি 'রঙ্গবতী' নিয়ে খুব হইচই চলছে টলিপাড়ায়। 'গোত্র' ছবির এই গান যতটা জনপ্রিয় হয়েছে, ততটাই জনপ্রিয় হয়েছে 'রঙ্গবতী চ্যালেঞ্জ'। সুরজিৎ ও ইমন চক্রবর্তীর গাওয়া গানে পা মিলিয়েছেন টলিউডের একাধিক সেলেব্রিটি, বাদ পড়েননি সাধারণ মানুষও। তবে এই গানের ইতিহাস অনেকদিনের। সাতের দশকে মুক্তি পাওয়ার পর থেকেই বিভিন্ন ধাপে জনপ্রিয়তা পেয়েছে এই গান।

সম্বলপুরী গানটি লিখেছেন মিত্রভানু গাউনটিয়া। কম্পোজ় করেছেন প্রভু দত্ত প্রধান এবং গেয়েছেন জিতেন্দ্র হরিপাল ও কৃষ্ণা প্যাটেল। জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে অনেক সম্মানও পেয়েছে 'রঙ্গবতী'। ২০০৭ সালে নিউ দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের দিন ওড়িশা রাজ্যের হয়ে প্রদর্শিত হয় 'রঙ্গবতী'। সেই বছরই ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক গায়ক জিতেন্দ্র হরিপালকে সম্মান দেন। কটকের স্টেডিয়ামে যখন আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়, তখন ভারতকে উৎসাহ দেওয়ার জন্য বাজতে থাকে 'রঙ্গবতী'।

রঙ্গবতী রাধিকা..

২০১৫ সালে নীল মাধব পাণ্ডার হিন্দি ছবি 'কৌন কিতনে পানি মে'-তে গানটির সঙ্গে নেচেছিলেন অভিনেত্রী রাধিকা আপ্তে। গেয়েছিলেন কৃষ্ণা বরুয়া ও রেখা রাও।

গানের দৃশ্যে রাধিকার সঙ্গী কুনাল কাপুর

এরপরও গানটি রিমেক হয় কম্পোজ়ার রাম সম্পথের হাত ধরে। কোক স্টুডিয়োতে গানটি গিয়েছিলেন সোনা মহাপাত্র এবং ঋতুরাজ মহান্তি। এমনকি নাইজেরিয়ার গায়ক স্যামুয়েল গানটির একটি কভার ভার্সন রিলিজ় করেন।

দেখে নিন এই গানে রাধিকা আপ্তের দুর্দান্ত নাচ...

ABOUT THE AUTHOR

...view details