পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

শাশ্বত ও রুদ্রনীল কি বন্ধু না শত্রু ? - rudranil saswata pratiwandi

কথায় আছে, বিনোদন জগতে নাকি কেউ কারও বন্ধু নয় । এই কথা আমরা বলছি না । ইন্ডাস্ট্রির লোকজনই এই কথা বলে থাকেন বিভিন্ন সাক্ষাৎকারে । ভাবছেন খুবই গুরুগম্ভীর বিষয় ? একেবারেই নয় ।

rudranil and saswata chatterjee rival
rudranil and saswata chatterjee rival

By

Published : Sep 4, 2020, 9:35 PM IST

কলকাতা : ছবির নাম 'প্রতিদ্বন্দ্বী' । সত্যজিৎ রায়কে ট্রিবিউট দিতে এমন একটি ছবি তৈরি করছেন সপ্তাশ্ব বসু । তাই তিনি ছবির নামও রেখেছেন 'প্রতিদ্বন্দ্বী' । অভিনয় করছেন শাশ্বত চ্যাটার্জি আর রুদ্রনীল ঘোষ । ছবির গোয়েন্দা চরিত্রের নাম সত্যজিতের 'প্রতিদ্বন্দ্বী'-র নায়ক সিদ্ধার্থের নামেই দিয়েছেন পরিচালক । এটি একটি ক্রাইম থ্রিলার ।

পরপর কলকাতায় কিছু অপরাধ ঘটে যায় । এক ডাক্তারের (শাশ্বত চট্টোপাধ্যায়) ছোটো বাচ্চা অপহৃত হয় । তাকে খুঁজতে আসে গোয়েন্দা সিদ্ধার্থ ও তার দল । সিদ্ধার্থর চরিত্রটিতে কে অভিনয় করবেন, সেটি অবশ্য স্থির করেননি সপ্তাশ্ব । তারপর সত্য উদঘাটন করতে গিয়ে দেখা যায় একজন অঙ্কের মাস্টারমশাই (রুদ্রনীল ঘোষ) এই অপরাধের সঙ্গে জড়িত । তার প্রধান নিশানা সেই ডাক্তার । কিন্তু কেন এই শত্রুতা ? কেন এই প্রতিদ্বন্দ্বিতা ? এটাই এই ছবির মূল গল্প । অর্থাৎ, হু ডান ইট নয় । হাউ ডান ইট-ই এই থ্রিলারধর্মী ছবির আসল রসদ।

সপ্তাশ্ব আমাদের বলেন, "শাশ্বতদার ছেলের কিডন্যাপিং দিয়ে গল্প শুরু হবে । কিছু ক্লু থেকে বোঝা যাবে একজন অংকের টিচার এর সঙ্গে জড়িত । সত্যজিৎ রায়ের ক্যালকাটা ট্রিলজিকে ট্রিবিউট দিয়ে এই ছবির নামকরণ । তবে সেই ছবির গল্পের সঙ্গে এই গল্পের কোনও সম্পর্ক নেই । শহরের বেশ কিছু সামাজিক, অর্থনৈতিক দিককে তুলে ধরেছি ।"

এই ছবিতে অভিনয় করেছেন সায়নী ঘোষও । সেপ্টেম্বর মাসের 20 তারিখ থেকেই শুরু হচ্ছে ছবির শুটিং । চলবে পুজোর আগে পর্যন্ত । তবে শাশ্বত ও রুদ্রনীলের আলাদা আলাদা দৃশ্যে শুটিং করা হবে বলে জানালেন সপ্তাশ্ব । আরও অনেক অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে কাজ করার কথা আছে এই ছবিতে ।


ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে কাশিশ এন্টারটেইনমেন্ট, পরিচালক নিজে এবং এস.এস এন্টারটেনমেন্ট । ছবির কনসেপ্ট রিনি ঘোষ, স্টোরি ডিজ়াইন এবং স্ক্রিনপ্লে অর্ণব, বিভাস এবং অনুভবের ।

ABOUT THE AUTHOR

...view details