কলকাতা : বৈশাখ মাস মানেই কবিপক্ষের উদযাপন । তবে এই বছরটা অন্যান্য বছরের চেয়ে একেবারে আলাদা । এবছর সকলে গৃহবন্দী । এবার জনসমাগমে পালিত হবে না রবীন্দ্রজয়ন্তী । বাড়ি বসেই পালন করতে হবে বিশেষ দিনটি । ঠিক যেমনটি পরিকল্পনা করেছেন শিল্পী সুজয়প্রসাদ চ্যাটার্জি । খোঁজ নিল ETV ভারত সিতারা ।
ভারত, অস্ট্রেলিয়া, অ্যামেরিকা, কানাডা, UK থেকে 33 জন ছেলেমেয়ে মিলে শোনাবেন রবিঠাকুরের লেখা 'ভারততীর্থ' । তাঁর 159তম জন্মদিনে একটি ভিডিয়োর মাধ্যমে ভিনদেশীদের কণ্ঠে ফুটে উঠবে কবিগুরুর কথা । SPC ক্রাফ্টের তরফে এই ভিডিয়োটি ডিজ়াইন করেছেন অর্ক গোস্বামী ।