কলকাতা : সৃজিত মুখার্জির ছবি 'গুমনামী' আলোকপাত করেছে নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান রহস্যে। আর এরকম একটি বিতর্কিত বিষয় নিয়ে ছবি তৈরির মাশুল দিতে হচ্ছে সৃজিতকে। সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়ার পরও হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের, মামলা করলেন ফরওয়ার্ড ব্লকের জেনারেল সেক্রেটারি দেবব্রত রায়। আগামী শুক্রবার এই মামলার শুনানি হবে।
প্রধান বিচারপতি টি.বি.রাধাকৃষ্ণণ ও অরিজিৎ ব্যানার্জির ডিভিশন বেঞ্চে দায়ের হয়েছে মামলা। মামলা প্রসঙ্গে দেবব্রত বললেন, "নেতাজির মতো এক দেশনায়ককে নিয়ে তথ্য বিকৃত করে ব্যবসায়িক মুনাফা অর্জন করতে চাইছে এক ব্যক্তি। নেতাজির অবমাননা হচ্ছে। চিফ জাস্টিস বলছেন এটা একটা ন্যাশনাল ইশু। এই মামলার টপ প্রায়োরিটি থাকবে। আগামী শুক্রবার মামলার শুনানি।"