পশ্চিমবঙ্গ

west bengal

লকডাউনের প্রথম অডিয়ো সিরিজ়, যোগ দিলেন 80 জন শিল্পী

ফোর্থ বেলের থিয়েটারের উদ্য়োগে শুরু হল 'কোয়ারেন্টাইন টেলস', লকডাউনের পর প্রথম অডিয়ো সিরিজ় ।

By

Published : Apr 27, 2020, 11:54 PM IST

Published : Apr 27, 2020, 11:54 PM IST

Updated : Apr 28, 2020, 9:50 AM IST

quarantine tales
quarantine tales

কলকাতা : বাড়ি থেকে এক পাও না বেরিয়ে, ঘরবন্দী অবস্থাতেই তৈরি হল প্রথম কোয়ারেন্টাইন অডিয়ো সিরিজ়, 'কোয়ারেন্টাইন টেলস'। একাধিক তারকা কাজ করেছেন এই সিরিজ়ে । প্রায় 80 জনের মিলিত প্রয়াসে সোশাল মিডিয়ায় স্ট্রিম করতে শুরু করেছে এই সিরিজ় । খোঁজ নিল ETV ভারত সিতারা।


এই প্রয়াস ফোর্থ বেল থিয়েটারের । সারা বিশ্ব যখন কোরোনা ভাইরাসের কবলে পড়ে গৃহবন্দী, তখন মানুষের মনোরঞ্জনের কথা ভেবে, তাঁদের সতর্ক করতেই এই প্রয়াস নিয়েছে তারা । 9টি এপিসোড ধরে চলবে সিরিজ়টি ।

সিরিজ়টি তৈরি করেছেন অনিরুদ্ধ দাশগুপ্ত । বলেছেন, "এই সময় একে অন্যের সঙ্গে যোগাযোগ রাখা সবচেয়ে বেশি জরুরি । শিল্প এমন একটি মাধ্যম, যার সাহায্যে আমরা একে অন্যের সঙ্গে জুড়ে থাকতে পারি ।"

তিমির

এই বিশেষ অডিয়ো সিরিজ়ে রয়েছেন রজত গাঙ্গুলি, রাহুল ব্যানার্জি, অরিত্র দত্তর মতো অভিনেতারা । রয়েছেন তিমির বিশ্বাস, ইন্দ্রনীল মজুমদার, প্রসেন ও দীপ্তার্ক বোসের মতো সংগীত শিল্পীরা । এ ছাড়াও আরও 70 জনের বেশি শিল্পী যুক্ত হয়েছেন এই কাজের সঙ্গে ।

Last Updated : Apr 28, 2020, 9:50 AM IST

ABOUT THE AUTHOR

...view details