কলকাতা : অধিকাংশ সময় শুটিংয়ের কাজে বিদেশ-বিভুঁইয়ে থাকেন শাশ্বত চ্যাটার্জি । ফলে শাশুড়িমা অরুন্ধতী দেবী মনের মতো করে জামাই আদর করতে পারেন না । এই বছরটা যদিও একটু ব্যতিক্রম লকডাউনের কারণে । জামাইয়ের জন্য় বাইরে থেকে খাবার অর্ডার করছেন অরুন্ধতী দেবী । ETV ভারত সিতারাকে সেই কথাই জানালেন অভিনেতা।
শাশ্বত আমাদের বলেন, "তেমন কোনও বিশাল আয়োজন করছি না এই সময়ে । সময়টা তো খুবই টালমাটাল । যদিও আমার শাশুড়িমা বলেছেন সকলকে খাওয়াবেন । তাই আমরা রান্নাবান্নার পাট চুকিয়ে দিয়েছি । বাইরে থেকেই খাবার আসবে সন্ধ্যেবেলায় । সেটা আমার শাশুড়িমায়ের প্ল্যান। এখনও প্ল্যান করিনি কী অর্ডার দেব ।"
এমনি সময় বাইরে শুটিংয়ে থাকেন বলে অরুন্ধতী দেবী শাশ্বতকে জামাই আদর করতে পারেন না । যদিও এই বাড়িতে থাকা নিয়ে খুব আনন্দে নেই শাশ্বত । বললেন, "এই বাড়িতে থাকাটা কি বাঞ্চনীয় ? কেউই চাইছে না । সবাই আমরা বিরক্ত । পরিবেশ বাধ্য করেছে থাকতে । কী করা যাবে !"
লকডাউনের কারণে দীর্ঘদিন গৃহবন্দী অবস্থায় থেকে বিষন্নতা গ্রাস করেছে অভিনেতাকে । বললেন, "কাজের মধ্যে থাকাটাই সবচেয়ে ভালো । বেকার বসে থাকা যে কি যন্ত্রণার ! ছুটি অল্প পেলে বেশি মজার ।" বলেন অভিনেতা ।
বাইরে থেকে খাবার অর্ডার করে জামাই আদর করবেন শাশ্বতর শাশুড়িমা অরুন্ধতী - saswata chatterjee latest news
এই বছরটা একটু আলাদা সবার জন্যই । শাশ্বত চ্যাটার্জি অনেকদিন পর জামাইষষ্ঠীতে বাড়িতে । তাই বাইরে থেকে খাবার আনিয়ে দিনটা সেলিব্রেট করবেন অভিনেতার শাশুড়িমা অরুন্ধতী দেবী ।
saswata chatterjee arundhuti
ভবিষ্যতের চিন্তা কাজ করছে এখন শাশ্বতর মাথায় । কোরোনা পরবর্তী জীবন যে পালটে গেছে অনেকটাই বুঝতে পারছেন অভিনেতা ।
Last Updated : May 28, 2020, 7:12 PM IST