কলকাতা : কর্মজীবনের শুরুতে অনেক অসুবিধার সম্মুখীন হয়েছিলেন শ্রীলেখা, হাতছাড়া হয়েছে অনেক সুযোগ। এই প্রজন্মের নতুনরা যাতে সেসবের মধ্যে না পড়েন, তার জন্য এই ইউটিউব চ্যানেল খুললেন শ্রীলেখা।
ইউটিউব চ্যানেল লঞ্চ পার্টিতে হাজির 'আমি শ্রীলেখা'-র পুরো টিম। উপস্থিত শ্রীলেখার প্রিয় বন্ধু ও পরিচালক অনীক দত্ত। পুরো ব্যাপারটা নিয়ে উচ্ছ্বসিত শ্রীলেখা। বললেন, "ক্ষমতা বাড়লে দায়িত্ব বাড়ে। আমারও দায়িত্ব বাড়ল।"