পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'বেশ করেছি গান করেছি', বলছেন সৌমিত্র - Soumitra Ray's Book

"'ভূমি' স্টেজে গান গাওয়ার পর অনেক শিল্পীই সেদিন সেই স্টেজে গাইতে ভয় পেতেন"... নিজের লেখা বই প্রকাশের দিন ETV ভারত সিতারাকে এই কথাই বললেন জনপ্রিয় ব্যান্ড 'ভূমি'-র অন্যতম গায়ক সৌমিত্র রায়।

Besh korechi gaan korechi
Besh korechi gaan korechi

By

Published : Jan 16, 2020, 12:57 PM IST

Updated : Jan 16, 2020, 3:38 PM IST

কলকাতা : বই প্রকাশিত হল গায়ক সৌমিত্র রায়ের। যারা বাংলা ব্যান্ডের শ্রোতা, তারা প্রত্যেকেই সৌমিত্র রায়কে চেনেন। তিনি জনপ্রিয় ব্যান্ড 'ভূমি'-র অন্যতম গায়ক । গান গাওয়ার পাশাপাশি তিনি গান গেয়েছেন ছবির জন্যও। এছাড়া আরও একটি পরিচয় আছে সৌমিত্রর। তিনি একজন লেখক। মুক্তি পেল সৌমিত্রর দ্বিতীয় বই 'বেশ করেছি গান করেছি' ।

নিজের লেখার মাধ্যমে সৌমিত্র তুলে ধরার চেষ্টা করেছেন তাঁর সংগীত যাত্রার কথা, অর্থাৎ 'ভূমি'র কথা । যে যে জিনিসগুলো বা ঘটনাগুলো সৌমিত্রকে পরিণত করেছে, এগিয়ে নিয়ে এসেছে, সেই সমস্ত ঘটনার উল্লেখ রয়েছে বইতে । এছাড়াও রয়েছে কয়েকটি গানের কথা, যেগুলো 'ভূমি'-র নিজস্ব রেকর্ডেড গান অথচ সেগুলোর কথা কেউ জানে না । রয়েছে কিছু ভালো ছবিও ।

বই প্রকাশ অনুষ্ঠানে..

এর আগেও সৌমিত্রর একটি বই প্রকাশ পেয়েছ, নাম 'মিস্টার আদিবাসী' । সেই বই অবশ্য ইংরেজি ভাষায় । সেদিক থেকে দেখতে গেলে 'বেশ করেছি গান করেছি' সৌমিত্রর প্রথম বাংলা বই । প্রকাশক 'মিত্র ও ঘোষ'-এর অন্যতম মাথা ইন্দ্রানী মিত্র ঘোষ খুবই আশাবাদী এই বই নিয়ে । তিনি আশা করেন যে, বইটি এই বছরের বইমেলায় আলোড়ন তৈরি করবে ।

আর সৌমিত্র ? তিনি কী বললেন ? দেখে নিন ভিডিয়োয়...

দেখে নিন ভিডিয়ো..
Last Updated : Jan 16, 2020, 3:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details