পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

পুজোর আগে পুরোপুরি মাঠে নেমে পড়েছেন প্রিয়াঙ্কা, খোঁজ নিল ETV ভারত সিতারা - টলিউড

তারকারা সারা বছরই ব্যস্ত শুটিংয়ের কাজে। তবে প্রিয়াঙ্কা সরকার পুজোটা কাটান একেবারে সাধারণ মানুষের মতোই। আক্ষরিক অর্থেই তিনি মাঠে নেমে পড়েছেন পুজোর প্রস্তুতিতে। পৌঁছে গেল ETV ভারত সিতারা।

Priyanka Sarkar Pujo

By

Published : Sep 17, 2019, 5:23 PM IST

কলকাতা : গত তিনবছর ধরে দক্ষিণ কলকাতার এক নামকরা পুজোর ব্র্যান্ড অ্যাম্বাসাডার প্রিয়াঙ্কা সরকার। শুধুমাত্র নামেই অ্যাম্বাসাডার নন, পুজোর প্রস্তুতিতে রীতিমতো মাঠে নেমে পড়েছেন অভিনেত্রী। আমাদের মুখোমুখি প্রিয়াঙ্কা সরকার।

প্রিয়াঙ্কা বললেন, "দুর্গাপুজো আমাদের সবথেকে বড় পুজো। আর গত তিন বছর ধরে পুজোটা শুধুমাত্র পাঁচ-ছয় দিনে সীমাবদ্ধ নেই। পুজোর প্রস্তুতি যেমন অনেক আগে থেকে শুরু হয়ে যায়, তেমনই পুজো নিয়ে উৎসাহটাও অনেক আগে থেকে শুরু হয়ে যায়।"

পুজোর থিম নির্বাচন থেকে শুরু করে এক-এক করে বাঁশ পোঁতা, এই পুরো প্রক্রিয়াটার সঙ্গে যুক্ত রয়েছেন প্রিয়াঙ্কা। তিনি আলাপ করিয়ে দিলেন থিম শিল্পী পার্থ ঘোষের সঙ্গে। আমাদের সঙ্গে কথা বললেন তিনিও।

ভিডিয়োতে তোলা রইল এই পুরো মুহূর্তটা। দেখে নিন...

দেখে নিন ভিডিয়ো...

ABOUT THE AUTHOR

...view details