কলকাতা : উচ্ছ্বসিত পাভেল। এখনও অবধি ছেলের ছবি তোলেননি তিনি। আনন্দের বহিঃপ্রকাশ ঘটল চোখের চাহনিতে।
পাভেল বললেন, "খুব ভালো লাগছে। একেবারে অন্যরকম অনুভূতি। ভাষায় ব্যক্ত করা যাবে না। আমার স্ত্রী স্মৃতি এবং সন্তান ভালো আছেন, সুস্থ আছেন।"
কলকাতা : উচ্ছ্বসিত পাভেল। এখনও অবধি ছেলের ছবি তোলেননি তিনি। আনন্দের বহিঃপ্রকাশ ঘটল চোখের চাহনিতে।
পাভেল বললেন, "খুব ভালো লাগছে। একেবারে অন্যরকম অনুভূতি। ভাষায় ব্যক্ত করা যাবে না। আমার স্ত্রী স্মৃতি এবং সন্তান ভালো আছেন, সুস্থ আছেন।"
তিনি আরও বলেন, "আমার ব্যক্তিগত জীবনের অনেক কিছুই আমি গোপনে রাখি। সবাইকে বলতে পারি না। তবে আজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার জীবনের সবচেয়ে বড় সুখবর।"
এই মুহূর্তে 'অসুর' ছবির শুটিং নিয়ে ব্যস্ত পাভেল। কথায় কথায় জানালেন, ছবিতে আবির চট্টোপাধ্যায়ের অভিনয় তাঁকে মুগ্ধ করছে। নুসরৎ ও জিতের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও ভালোই উপভোগ করছেন 'বাবার নাম গান্ধিজি'-র পরিচালক। সেইসঙ্গে ব্যস্ত হয়ে পড়েছেন মুম্বইয়ে কাজের সঙ্গেও। কলকাতা-মুম্বই করতে হচ্ছে তাঁকে। তবে এর মাঝেও সদ্যোজাত সন্তান ও স্ত্রীর জন্য জন্য সময় বের করে নিয়েছেন পাভেল।
ETV ভারত সিতারার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা রইল পাভেল ও তাঁর স্ত্রী, সন্তানের জন্য।