পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

বাবা হলেন পাভেল! - পাভেলের বাবা হওয়া

ঠিক পুজোর আগেই আনন্দে ভরে গেল পরিচালক পাভেলের জীবন। নতুন ইনিংস শুরু করলেন তিনি। বাবা হয়েছেন সম্প্রতি। ২০ সেপ্টেম্বর দক্ষিণ কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন পাভেলের স্ত্রী স্মৃতি। ETV ভারত সিতারার সঙ্গে এই আনন্দ ভাগ করে নিলেন পাভেল।

Pavel becomes father

By

Published : Sep 23, 2019, 10:18 PM IST

কলকাতা : উচ্ছ্বসিত পাভেল। এখনও অবধি ছেলের ছবি তোলেননি তিনি। আনন্দের বহিঃপ্রকাশ ঘটল চোখের চাহনিতে।

পাভেল বললেন, "খুব ভালো লাগছে। একেবারে অন্যরকম অনুভূতি। ভাষায় ব্যক্ত করা যাবে না। আমার স্ত্রী স্মৃতি এবং সন্তান ভালো আছেন, সুস্থ আছেন।"

পাভেল

তিনি আরও বলেন, "আমার ব্যক্তিগত জীবনের অনেক কিছুই আমি গোপনে রাখি। সবাইকে বলতে পারি না। তবে আজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার জীবনের সবচেয়ে বড় সুখবর।"

এই মুহূর্তে 'অসুর' ছবির শুটিং নিয়ে ব্যস্ত পাভেল। কথায় কথায় জানালেন, ছবিতে আবির চট্টোপাধ্যায়ের অভিনয় তাঁকে মুগ্ধ করছে। নুসরৎ ও জিতের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও ভালোই উপভোগ করছেন 'বাবার নাম গান্ধিজি'-র পরিচালক। সেইসঙ্গে ব্যস্ত হয়ে পড়েছেন মুম্বইয়ে কাজের সঙ্গেও। কলকাতা-মুম্বই করতে হচ্ছে তাঁকে। তবে এর মাঝেও সদ্যোজাত সন্তান ও স্ত্রীর জন্য জন্য সময় বের করে নিয়েছেন পাভেল।

ETV ভারত সিতারার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা রইল পাভেল ও তাঁর স্ত্রী, সন্তানের জন্য।

ABOUT THE AUTHOR

...view details