কলকাতা : 19 জানুয়ারি 85 বছরে পা দিয়েছেন সৌমিত্র চ্যাটার্জি । এই বিশেষ দিনে বিশেষ ঘোষণা করলেন অভিনেতা ও পরিচালক পরমব্রত চ্য়াটার্জি । জানালেন যে, সৌমিত্রর বায়োপিক তৈরি করছেন তিনি । সৌমিত্রের চরিত্রে অভিনয় করছেন জিশু সেনগুপ্ত ।
যৌথভাবে এই বায়োপিকের চিত্রনাট্য লিখছেন পরম ও পদ্মলাভ দাশগুপ্ত । পদ্মনাভ আমাদের জানালেন, "জিশু সেনগুপ্তকে দেখা যাবে সৌমিত্রর অল্প বয়সের চরিত্রে । এটা জিশুর কাছেও চ্যালেঞ্জিং বিষয় । কেননা, তিনি 'মহালয়া' ছবিতে উত্তমকুমারের চরিত্রেও অভিনয় করেছেন । আবার এই ছবিতে তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করবেন । তবে কোন চরিত্রে জিশু বেশি মানানসই, সে সিদ্ধান্ত দর্শকের হাতে ছেড়ে দেওয়াই ভালো ।"