পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

এই প্রথম পরিচালনায় অভিনেত্রী মানসী সিনহা, জুটি শাশ্বত-অপরাজিতার

অভিনেত্রী মানসী সিনহা এবার পরিচালনায় । তাঁর প্রথম পরিচালিত ছবি 'এটা আমাদের গল্প' । ছবিতে এই প্রথম বার জুটি বাঁধতে চলেছেন শাশ্বত চ্যাটার্জি ও অপরাজিতা আঢ্য ।

bengali film eta amader golpo
bengali film eta amader golpo

By

Published : Feb 13, 2020, 2:53 PM IST

কলকাতা : নিজের ভাবা গল্পকেই এবার সিনেমার রূপ দিতে চলেছেন মানসী সিনহা । অভিনয় দুনিয়া বেশ পরিচিত মুখ মানসী তাঁর ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করলেন পরিচালক হিসেবে । ছবির নাম 'এটা আমাদের গল্প' । কার গল্প বলবেন তিনি ? ETV ভারত সিতারাকে জানালেন নিজেই ।

মানসী বলেন, "এটি একটি ফ্যামিলি ড্রামা । একটা প্রেমের গল্প । ছবিতে এই প্রথমবার জুটি হিসেবে অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায় এবং অপরাজিতা আঢ্য । অন্যান্য চরিত্রে রয়েছেন সোহাগ সেন, খরাজ মুখোপাধ্যায়, দেবদূত ঘোষ, কনীনিকা বন্দ্যোপাধ্যায় । কাস্টিংয়ে আরও বেশ কয়েকটি চমক রয়েছে, যা আমরা এখনই সামনে আনতে চাইছি না । ওপার বাংলা থেকেও কিছু মানুষ রয়েছেন ছবিতে । এই বিষয়ে আরও কিছুদিন পরে কথা বলব।"

মানসী

তবে হঠাৎ কেন পরিচালনার দিকে ঝুঁকলেন মানসী ? এই প্রশ্নে তিনি বললেন, "হঠাৎ নয়, এটা আমার অনেকদিনের শখ । গল্পটা আমার ব্রেইন চাইল্ড । কিন্তু ওরকম হুট করে তো হয় না । আমাকে কে সুযোগ দেবে ? তাই মনের মধ্যেই রেখেছিলাম ইচ্ছেটা । অ্যাড ওয়ার্ল্ড-এ আমার বান্ধবী শর্মিষ্ঠা ঘোষ একদিন বলল, এত সুন্দর গল্প তোর, তুই আমার বন্ধু, চল আমরা একসঙ্গে কাজটা করি । ভয়ঙ্কর মনের জোর নিয়ে শর্মিষ্ঠা আমার পাশে দাঁড়ালো । বাঁকুড়া থেকে দীপঙ্করও আমার সঙ্গে জুড়ে গেল । আমার ছবির দ্বৈতভাবে প্রযোজনা করছে ক্রিয়েটিভ ওয়ার্ল্ড ডট এন্টারটেইনমেন্ট এবং সংস্কারী হাউজ ।"

চলতি ফেব্রুয়ারি মাসের ২৬ তারিখ থেকে মার্চ মাসের ১২ তারিখ পর্যন্ত শুটিং চলবে সল্টলেকের বিভিন্ন জায়গায় । 'এটা আমাদের গল্প' মুক্তি পেতে পারে 2020 সালের মে মাসের কবিপক্ষে ।

ABOUT THE AUTHOR

...view details