কলকাতা : এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সৌম্যজিতের এই ডেবিউ ছবিটি থেকেই অনুপ্রাণিত হয়ে মৈনাক পরিকল্পনা করেছিলেন একটি ওয়েব সিরিজ় 'বয়েজ়' তৈরি করার এবং সেখানে তিনি কাস্ট করেছিলেন সৌম্যজিৎকেই। সৌম্যজিৎকে স্ক্রিপ্ট পাঠানোর পর অভিনেতা বিষয়টি ধরে ফেলেন। মৈনাক অবশ্য বিষয়টি কাকতালীয় বলে উড়িয়ে দেন তখন। তবে তারপর তিনি সিরিজ়টি তৈরি করবেন না বলে ঠিক করেন। কিন্তু, তাঁর এই সিদ্ধান্তের সঙ্গে সৌমজিতের কোনও সম্পর্ক নেই বলে ETV ভারত সিতারাকে জানালেন মৈনাক।
তিনি আমাদের বলেন, "সৌম্যজিতের একটা সমস্যা হচ্ছিল আমার ওয়েব সিরিজ়টি নিয়ে। পরে আমার নিজেরও ওয়েব সিরিজ়টা পছন্দ হচ্ছিল না। সৌম্যজিতের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।"