কলকাতা : উত্তর কলকাতার বাসিন্দা স্বাতীলেখা । এখন পুরোপুরি ঘরবন্দী রয়েছেন তিনি । তার উপর লকডাউনের আগে হাসপাতাল থেকে ফিরেছেন বাড়িতে । ১৫ দিন ভর্তি ছিলেন হাসপাতালে । কী হয়েছিল অভিনেত্রীর ?
স্বাতীলেখা বললেন, "লকডাউন হওয়ার আগে 15 দিন হাসপাতালে ছিলাম । লকডাউনের আগেই বাড়ি ফিরেছি । খুব দুর্বল আছি । কিডনিতে ইনফেকশন নিয়ে হাসপাতালে ভরতি হয়েছিলাম । বেশ বাড়াবাড়ি হয়ে গেছিল । এখন মেডিকেশনে আছি । কমপ্লিট বেড রেস্ট চলছে । কেউ দেখতে আসার লোক নেই ।"