পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সান্তাক্লজ়ের বেশে এলেন প্রসেনজিৎ, যাত্রা শুরু হল 'হামি ফিল্মস'-এর - Shiboprasad Mukhopadhyay

2018-র অন্যতম জনপ্রিয় ছবি ছিল 'হামি'। বাচ্চাদের জন্য বাচ্চাদের নিয়ে তৈরি এই ছবি সাড়া ফেলেছিল দর্শক মহলে। ছবিটি প্রযোজনা করেছিল শিবপ্রসাদ মুখোপাধ্যায়-নন্দিতা রায়ের 'উইন্ডোজ়' সংস্থা। এবার শুরু হচ্ছে এই সংস্থারই আর একটা উইং, নাম 'হামি ফিল্মস'।

Haami Films

By

Published : Nov 22, 2019, 8:45 PM IST

কলকাতা : 'উইন্ডোজ়' ব্যানারেই শুরু হচ্ছে একটি নতুন উইং, যার নাম 'হামি ফিল্মস'। এই প্রযোজনা সংস্থা তৈরি হল শুধুমাত্র বাচ্চাদের ছবি প্রযোজনা করার জন্য। এই খবরের সঙ্গে এল আরও দু'টি ছবির ঘোষণা। তার মধ্যে একটি 2020 সালে মুক্তি পেতে চলেছে, নাম 'জুনিয়র পণ্ডিত' ও 2021 সালে মুক্তি পাচ্ছে 'জুনিয়র কমরেড'। দুটি ছবিই মুক্তি পাচ্ছে 'হামি ফিল্মস'-এর প্রযোজনায়। সবথেকে মজার ব্যাপার হল যে, ঘোষণার দিন সান্তাক্লজ়ের বেশে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি।

নন্দিতা-শিবুর পরিচালনায় এর আগে মুক্তি পেয়েছে দু'টো বাচ্চাদের ছবি। প্রথমটি 'রামধনু' ও দ্বিতীয়টি অবশ্যই 'হামি'। এই দুই ছবিতেই অভিভাবকের চরিত্রে দেখা গেছিল লাল্টু ও মিতালিকে অর্থাৎ শিবপ্রসাদ ও গার্গী রায়চৌধুরিকে। 'জুনিয়র পণ্ডিত' ও 'জুনিয়র কমরেড'-এর ক্ষেত্রেও এর ব্যতিক্রম হবে না। কারণ এই দুই ছবিতেই দেখা যাবে লাল্টু-মিতালিকে এবং অবশ্যই 'হামি'-র মুখ্য চরিত্র 'ভুটু'-র বাবা-মা হিসেবে। আর ভুটু চরিত্রে দেখা যাবে সেই মিষ্টি ব্রতকে।

'হামি ফিল্মস'-এর প্রযোজনায় যে কোনও পরিচালক বাচ্চাদের নিয়ে ছবি তৈরি করতে পারবে। কেউ তাঁদের নিজেদের কনসেপ্ট শেয়ারও করতে পারবেন এই প্ল্যাটফর্মে। পুরো উদ্যোগটা নিয়ে খুবই উত্তেজিত কাস্ট অ্যান্ড ক্রু। দেখে নিন ভিডিয়োয়...

দেখে নিন ভিডিয়ো..

ABOUT THE AUTHOR

...view details