পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে 'গুমনামী'

সব ভালো যার শেষ ভালো। বহু বিতর্কের পর মুক্তি পাওয়া 'গুমনামী' দর্শকের মন কাড়তে সক্ষম। আর এবার আন্তর্জাতিক মঞ্চ জিততেও প্রস্তুত।

Gumnami South Asian International Film Festival

By

Published : Oct 22, 2019, 11:40 PM IST

কলকাতা : 2 অক্টোবরে পুজোর সময় মুক্তি পেয়েছিল সৃজিত মুখোপাধ্যায়ের বহু প্রতীক্ষিত ছবি 'গুমনামী'। অনেক তর্কবিতর্কের মধ্য দিয়ে গিয়েছে ছবিটি। সেই সব কিছুকে অতিক্রম করে মুক্তি পায় ছবি। এখনও রমরমিয়ে চলছে প্রেক্ষাগৃহে। ছবিটি অংশগ্রহণ করতে শুরু করেছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলিতে। সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে অফিশিয়াস সিলেকশন পেল 'গুমনামী'।

নেতাজির অন্তর্ধান রহস্যের উপর ভিত্তি করে তৈরি এই ছবি। অন্তর্ধান রহস্যের জন্য তৈরি তৃতীয় কমিশন মুখার্জি কমিশনের শুনানির উপর ভিত্তি করে তৈরি হয়েছে ছবির প্লট। ছবিটি দর্শকের ভালো লেগেছে। সিনেমা হল থেকে বেরিয়ে তাঁরা আবেগাপ্লুত হয়েছেন। বাহবা জানিয়েছেন পরিচালককে। এই ছবিতে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং গুমনামী বাবার চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সাংবাদিক চন্দ্রচূড় ধরের চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য এবং তাঁর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তনুশ্রী চক্রবর্তী।

বক্স অফিসে দারুণ সাফল্যর সঙ্গে সঙ্গে এবার আন্তর্জাতিক মঞ্চে প্রদর্শিত হবে ছবিটি। 'গুমনামী' মনোনীত হয়েছে নিউ ইয়র্কে আয়োজিত সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। স্বাভাবিকভাবেই খুশি টিম 'গুমনামী'।

ABOUT THE AUTHOR

...view details