কলকাতা : 'ডাব চিংড়ি' ছবিটি মুক্তি পাবে পুজোর সময়। তবে সিনেমার পরদায় নয়। মুক্তি পাবে ডিজিটাল প্লাটফর্মে। জ়ি ফাইভের অরিজিনাল ছবি হিসেবে। ছবিটি প্রযোজনা করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
ছবিটি খাবারকে কেন্দ্র করে। বলা যেতে পারে ফুড অন্থলজি বিষয়কে কেন্দ্র করে। আরও দুটি ছবি প্রযোজনা করছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা এনআইডিয়াজ়। সেই দুটিও খাবারকে কেন্দ্র করেই। পুজোর সময় তেই তিনটি ছবির স্বাদ নিতে পারবেন দর্শক।
শুরু হল 'ডাব চিংড়ি'-র শুটিং, দেখে নিন শুটিংয়ের ছবি - ডাব চিংড়ি
ক্যামেরাকে পুজো করে শুরু হল 'ডাব চিংড়ি' ছবির শুটিং। ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করছেন সন্ধ্যা রায়। 'মনোজদের অদ্ভুত বাড়ি'-র পর প্রায় এক বছরের বিরতি নিয়ে পরিচালক সুদীপ দাসের 'ডাব চিংড়ি' ছবিতে ফিরছেন তিনি। হয়ে গেল ছবির প্রথম দিনের শুটিং।
![শুরু হল 'ডাব চিংড়ি'-র শুটিং, দেখে নিন শুটিংয়ের ছবি](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3937253-950-3937253-1563989344518.jpg)
ডাব চিংড়ি
শুটিংয়ের কিছু বিশেষ মুহূর্তের ছবি এল ETV ভারত সিতারার কাছে। দেখে নিন...