কলকাতা : শুক্রবার সন্ধেবেলা কেবিন থেকে ITU-তে নিয়ে যাওয়া হয়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায়কে । শ্বাসকষ্টের সমস্যা বে়ড়েছিল । রক্তচাপও ওঠা নামা করছিল সেই সেই সময় । রাত 1:30 নাগাদ অবস্থার আরও অবনতি হওয়াতে ভেন্টিলেশনে রাখা হয় তাঁকে ।
কিছুক্ষণ আগে পাওয়া খবর অনুযায়ী, অবস্থার কিছুটা হলেও উন্নতি হয়েছে । জানা গেছে যে, শ্বাসকষ্ট হয়েছিল কোরোনার কারণে, তাই ভেন্টিলেশনে রাখা হয়েছিল সৌমিত্রকে । এখন সেই সমস্যাও অনেকটা মিটেছে । রক্তচাপও নিয়ন্ত্রণে এসেছে । অল্প কথাও বলেছেন কিংবদন্তি ।
গত সপ্তাহে ভারতলক্ষ্মী স্টুডিয়োতে নিজের জীবনের উপর তৈরি তথ্যচিত্রের শুটিং শেষ করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় । বাংলা চলচ্চিত্র এবং বিনোদনজগতের সকল গুণীজনের উপস্থিতিতে শেষ হয়েছে সেই তথ্যচিত্রর কাজ । এরপর থেকেই শরীর বেশ দুর্বল হয়ে পড়ে সৌমিত্র চট্টোপাধ্যায়ের ।
আগের চেয়ে পরিস্থিতি স্থিতিশীল সৌমিত্রর
সৌমিত্র চ্যাটার্জির শারীরিক অবস্থা আগের চেয়ে স্থিতিশীল । ভেন্টিলেশনে রাখার ফলে শ্বাসকষ্টের সমস্যাও মিটেছে । একটু একটু কথাও বলতে পারছেন তিনি ।
এরপরেই কোরোনা পরীক্ষা করানো হয় অভিনেতার । রিপোর্ট পজ়িটিভ আসায় তাঁকে মঙ্গলবার বেসরকারি ওই হাসপাতালে ভরতি করানো হয় । তাঁর ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজ়িজ় (COPD)-এর সমস্যা রয়েছে । তাই খুব তৎপরতার সঙ্গে শুরু হয় সৌমিত্রর চিকিৎসা ।
Last Updated : Oct 10, 2020, 4:16 PM IST