কলকাতা : আসছে নতুন বাংলা ছবি 'বুড়ো সাধু'। ছবির পরিচালক একেবারে নতুন। তাঁর নাম শৌভিক ঘোষ, যদিও পরিচালক নিজেকে 'ভিক' নামেই পরিচয় দেন। নতুন এই ছবি সম্পর্কে খুঁটিনাটি খোঁজ নিল ETV ভারত সিতারা। সামনে এল ছবির কলাকুশলীর নামও।
আসছে নতুন ছবি 'বুড়ো সাধু', সামনে এল পোস্টার - Tollywood
ভিকের প্রথম ছবি 'বুড়ো সাধু'-এর পোস্টার ETV ভারত সিতারায়।
শুটিং শেষ হয়েছে 'বুড়ো সাধু'-র। ছবিতে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, ইশা সাহা, মিশমী দাস, দোলন রায়, দেবেশ চট্টোপাধ্যায়, বরুণ চক্রবর্তী এবং অমিত সাহা। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে চিরঞ্জিতকেও।ছবির গল্প খুব সাধারণ। কিন্তু বলা হবে নাটকীয় ভাবে। ছবিতে রয়েছে মফস্বল থেকে আসা একটি ছেলে, তার পরিবার ও প্রথম প্রেমের প্রসঙ্গ। রয়েছে প্রথম প্রেম ভেঙে যাওয়ার কাহিনিও। মুখ্য চরিত্রে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী। ঋত্বিকের বিপরীতে দুই নারী, ইশা ও মিশমী। ছবিতে ঋত্বিক চিত্র পরিচালক হওয়ার স্বপ্ন দেখেন।