পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

আরিফিনের পরিবর্তে 'অভিযাত্রিক'-এর অপু কে? জানালেন পরিচালক - টলিউড

ভিসাজনিত সমস্যার কারণে শুভ্রজিৎ মিত্র-র 'অভিযাত্রিক' ছবি থেকে বাদ পড়েছিলেন বাংলাদেশি অভিনেতা আরিফিন শুভ। এবার তাঁর পরিবর্তে অপু চরিত্রে অভিনয় করতে চলেছেন অর্জুন চক্রবর্তী।

অভিযাত্রিক

By

Published : Aug 2, 2019, 8:05 AM IST

Updated : Aug 2, 2019, 5:25 PM IST

কলকাতা : পরিণত বয়সের 'অপু' বললেই সর্বপ্রথম কল্পনায় ভেসে ওঠে সৌমিত্র চট্টোপাধ্যায়ের চেহারা। সত্যজিৎ রায়ের হাত ধরে সেই তরুণ অভিনেতার জ্বলজ্বলে মুখ আজও বাঙালির মনে। ছেলে কাজলকে কাঁধে নিয়ে পথ চলতে চলতে থেমেছিল 'অপুর সংসার'-এর অপুর কাহিনি। সেই অপু আবার ফিরতে চলেছে সেলুলয়েডে। তার চরিত্রে অর্জুন চক্রবর্তী।

অর্জুন চক্রবর্তী


ছবি ঘোষণার সময় জানা গিয়েছিল শুভ্রজিতের 'অভিযাত্রিক' ছবিতে অপুর চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের অভিনেতা আরিফিন শুভ। সম্প্রতি আরিফিনকে দেখা গিয়েছে ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত এবং রঞ্জন ঘোষ পরিচালিত বাংলা ছবি 'আহারে'তে। কিন্তু মাসখানেক আগেই স্বপ্ন ভেঙে যায় অভিনেতার। লোকসভা ভোটের আগে কিছু রাজনৈতিক সমস্যার কারণে ভিসা পেতে সমস্যা হয় শুভর। এই দেশে আসা হয় না তাঁর। তখন থেকেই খোঁজ চলছে অপুর চরিত্রে উপযুক্ত অভিনেতার।

আরিফিন শুভ

তবে অর্জুনও পরিণত অভিনেতা। কমেডি হোক বা সিরিয়াস, নিজেকে সব জঁরেই প্রমাণ করেছেন তিনি। তাই আইকনিক অপুর চরিত্রে নিজেকে মানিয়ে নিতে খুব একটা বেগ পেতে হবে না অভিনেতাকে।

অর্জুন চক্রবর্তী ও শুভ্রজিৎ মিত্র

৬০ বছর পর অপুর চরিত্র ফিরছে বড় পরদায়। বিভূতিভূষণের 'অপরাজিত' উপন্যাসের শেষ অংশটির অবলম্বনে তৈরি হচ্ছে শুভ্রজিৎ মিত্রর 'অভিযাত্রিক'। অপু আর কাজলের বন্ধনের গল্পই বলবে ছবিটি। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় শুটিং হবে 'অভিযাত্রিক'-এর। মোনোক্রম, অর্থাৎ পুরনো দিনের ছায়াছবির মতো কালো সাদায় শুটিং হবে। পরিচালক মনে করেন তাতেই ছবির শৈল্পিক মান বাড়বে। ১৯৪০ সালের ভারতবর্ষকে ফুটিয়ে তোলা হবে সিনেমার পরদায়। ছবির প্রযোজক গৌরাঙ্গ জালান।

Last Updated : Aug 2, 2019, 5:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details