পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

পিছিয়ে গেল '১৭ই সেপ্টেম্বর'-এর মুক্তি, পিছনে রাজনৈতিক কারণ? - Soham new film

আসন্ন 13 সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল '17 সেপ্টেম্বর'-এর। তবে হঠাৎই পিছিয়ে গেল মুক্তির তারিখ।

Soham new film

By

Published : Sep 12, 2019, 4:19 PM IST

কলকাতা : অমিতাভ ভট্টাচার্য পরিচালিত '17 সেপ্টেম্বর'-এ অভিনয় করছেন সোহম চক্রবর্তী ও অরুণিমা ঘোষ। সম্পর্কের ওঠাপড়া নিয়ে তৈরি এই ফ্যামিলি ড্রামার মুক্তি পিছিয়ে হল 20 সেপ্টেম্বর। কেন এই বদল? অমিতাভ কথা বললেন ETV ভারত সিতারার সঙ্গে।

তিনি বললেন, "অনেক কষ্ট করে ছবিটা বানিয়েছি। আমাদের সকলের পরিশ্রম রয়েছে এই ছবিটার সঙ্গে। সবাই মনে মনে প্রস্তুত ছিল যে ছবিটা 13 সেপ্টেম্বর মুক্তি পাবে। কিন্তু আকস্মিক কারণে পিছিয়ে গেল মুক্তি। আমরা হল পাচ্ছি না। আমার অনুমান রাজনৈতিক কারণও রয়েছে হয়তো এর পিছনে। কী কারণ সেটা আপনাদের জানাব, তবে কিছু সময় পর।"

ছবির দৃশ্য

অমিতাভ আরও বলেন, "এভাবে মুক্তি পিছিয়ে দেওয়া হল বটে। তবে আমি ভেঙে পড়িনি। খারাপ লাগলেও বিষয়টাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। ছবিটা ভালো না মন্দ সেটা দর্শকরাই বলবে। আমি নিজের কাজের প্রতি আত্মবিশ্বাসী। ট্রেলার আর গানের মতো আমার বিশ্বার ছবিটাও মানুষ পছন্দ করবে।"

আর একবার দেখে নিন ছবিটির ট্রেলার...

ABOUT THE AUTHOR

...view details