কলকাতা : শিলাদিত্যর 'একটি তারা'-এ অভিনয় করেছেন পায়েল সরকার এবং নতুন অভিনেতা শুভ্র এস. দাস, যাঁকে দর্শক দেখেছেন রঞ্জন ঘোষের 'আহারে' ছবিতেও । এখানে পায়েল সরকারের চরিত্রটি তাঁর নিজেরই, অর্থাৎ তিনি নায়িকা পায়েল সরকার হয়েই কাজ করেছেন । একজন ব্যস্ত অভিনেত্রী ও তাঁর ফ্যানের টেলিফোনিক কথোপকথন হয় ভিডিয়োকলের মাধ্যমে । কেননা কোরোনায় পৃথিবীর মানবজাতি ধ্বংস হয়েছে, বেঁচে আছে কেবল এই দু'জন । মানুষ হিসেবে এঁদের কাছে একে অন্যের সঙ্গে কথা বলা ছাড়া আর কোনও উপায় নেই । এই ধরনের সঙ্কটময় পরিণতির কথা কল্পনায় স্থান পেয়েছে পরিচালকের ।
ছবির বিষয় শিলাদিত্য বললেন, "একটি তারা-র প্রেক্ষাপট এই লকডাউন । বেশিরভাগ মানুষ সর্তকতাভিত্তিক ছবি বানাচ্ছে । আমি ভাবলাম তা করব না । তবে লকডাউনকে প্রেক্ষাপটে রেখেই ছবি বানাচ্ছি । এই সময় মানুষের মনে কী হচ্ছে, তাই নিয়ে একটা গল্প তৈরি করেছি ।"
এই ধরনের একটা বিষয় কতখানি চ্যালেঞ্জিং ছিল শিলাদিত্যর কাছে ? বললেন, "আমি স্ক্রিপ্ট লিখে অভিনেতাদের পাঠিয়েছি । ওদের সঙ্গে ভিডিয়ো কলে ওয়ার্কশপ করেছি । কেননা, এখানে অত ইম্প্রভাইজ় করে কাজ করা যাবে না । দুজনেই দুজনের রিঅ্যাকশনগুলো বুঝতে পারবে না । তাছাড়া, ওঁদের বোঝা দরকার ছিল, আমি কেমন ভাবছি । তারপরের বিষয়টা আরও চ্যালেঞ্জিং ছিল, কারণ ওঁদেরই সেটা শুট করতে হয়েছে বাড়িতে বসে ।