কলকাতা : হাওড়ায় এক খুবই সাধারণ পরিবারে জন্ম রুদ্রনীলের । টেলিভিশনে হাতেখড়ি, চুটিয়ে কাজ করেছেন টেলিফিল্মে । বড় পরদাতেও 60-এর বেশি ছবিতে অভিনয় করেছেন । যার মধ্যে উল্লেখযোগ্য গৌতম ঘোষের 'কালবেলা', অনিন্দ্য ব্যানার্জির 'চ্যাপলিন', সৃজিত মুখার্জির 'ভিঞ্চি দা' বা 'রাজকাহিনী'-র মতো ছবি ।
তবে অভিনয় বা লেখা ছাড়াও রুদ্রনীলের আরও একটি প্রতিভা রয়েছে, যা সেভাবে প্রচারের আলোয় আসেনি । তা হল পেইন্টিং । রুদ্র ছবিও আঁকেন । বিষয়টি আমাদের প্রথম জানান আর্ট ডিরেক্টর ও ক্রিয়েটিভ ডিজ়াইনার একতা ভট্টাচার্য । তিনি রুদ্রনীল প্রসঙ্গে আমাদের জানান, "দাদার সঙ্গে আমার পরিচয় প্রায় ৬-৭ বছর আগে । একটি ফিল্ম ফেস্টিভ্যালে আমাদের দেখা হয়েছিল । তিনি বিচারক হয়ে এসেছিলেন এবং আমি সেখানকার ডিজাইনার ছিলাম । স্বাভাবিকভাবেই তিনি সেলিব্রিটি আর আমি নতুন কাজ শুরু করছি । একটু তো আড়ষ্টতা থাকে । সেখানে তিনি নিজেই ডেকে বসালেন আমাকে । সেই প্রথম পরিচয়ে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছিলেন..সেটা আঁকা হোক, রামায়ণ হোক, কৃষ্ণ হোক, বিদেশে আঁকার পেপারের কোয়ালিটি হোক, সিনেমা ইন্ডাস্ট্রি হোক... সবকিছু নিয়ে আলোচনা করেছিলেন । সেই এক ঘণ্টার একটা মিটিংয়েই মানুষটার প্রতি আমার সম্মান জন্মেছিল, যা প্রতিদিন বেড়েছে বই কমেনি ।"