কলকাতা : 10 জুন থেকে শুরু হচ্ছে সিনেমা ও ওয়েব সিরিজ়ের শুটিং । সেটে 35জনকে নিয়ে, 10 বছরের নিচের বাচ্চাদের বাদ দিয়ে, সরকার প্রণীত স্বাস্থ্য-সুরক্ষা বিধিনিষেধ মেনে করতে হবে শুটিং । সিনিয়াররা আসবেন নিজেদের দায়িত্বে । এই গোটা বিষয়টি নিয়ে কী বলছেন পরিচালকরা ? ETV ভারত সিতারা কথা বলল তাঁদের সঙ্গে ।
'চাঁদের পাহাড়', 'মেঘে ঢাকা তারা'র পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় শুটিং শুরু করার বিষয়েকে বেশি প্রাধান্য দিয়েছেন । বলেছেন, "শুটিং শুরু করতেই হবে । যতই আমাদের বাধাবিপত্তি আসুক না কেন, অনেক মানুষের জীবিকার সঙ্গে জড়িত বিষয়টা । সামাজিক দূরত্ব মানতে হবে । যা যা নিয়মাবলী বলা হয়েছে, সেগুলোও মানতে হবে । তাতে হয়তো কিছুটা ক্রিয়েটিভ লিমিটেশন তৈরি হবে । কিন্তু এখন সেই দিকে তাকিয়ে সবকিছু আটকে রাখলে চলবে না । শুটিং করাটা আবশ্যক ।"
অন্যদিকে 'ভূতের ভবিষ্যৎ', 'আশ্চর্য প্রদীপ', 'বরুণবাবুর বন্ধু'র পরিচালক অনীক দত্ত বললেন, "আমি তাঁদেরকে গুডলাক জানাতে চাই, যাঁরা শুটিং শুরু করছেন । এই জিনিসটা অর্থকড়ির দিক থেকে খুবই প্রয়োজন । কিন্তু ফিচার ছবি এতকিছু নিয়মের মধ্যে করা সম্ভব কিনা জানি না । একটা মজার বিষয় রয়েছে, পোস্ট কোরোনা পৃথিবীতে মানুষ এমনিতেই দূরত্ব বজায় রেখে চলছে । সেটা নিয়ে যদি কেউ কিছু করে খুব ইন্টারেস্টিং হবে ব্যাপারটা ।"
শুটিং শুরু হচ্ছে সিনেমা-সিরিজ়ের...কী প্রতিক্রিয়া পরিচালকদের ? - বাংলা সিনেমার শুটিং শুরু
শুটিং শুরু হওয়ার সিদ্ধান্তে একটু দোলাচলে টলিপাড়ার পরিচালকরা ?
Bengali directors on shooting resume
শুটিং শুরুর সিদ্ধান্ত সবাই খুশি হলেও, কীভাবে সব মেনে শুটিং চালিয়ে যাওয়া যাবে সেই নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে । রুজি রোজগারের কারণে প্রাণের সংশয় হয়ে যাবে না তো ? দ্বিধায় টলিপাড়া ।
TAGGED:
বাংলা সিনেমার শুটিং শুরু