পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

বদলে গেল 'আম্মা', রাজের পরবর্তী ছবি 'গর্ভধারিণী' - Raj Chakrabarty

রাজ চক্রবর্তীর পরবর্তী ছবির নাম 'গর্ভধারিণী'। প্রাথমিকভাবে এই ছবির নাম 'আম্মা' হওয়ার কথা ছিল।

গর্ভধারিণী

By

Published : Aug 10, 2019, 5:11 PM IST

কলকাতা : কয়েকদিন আগে জানা গিয়েছিল, রাজ চক্রবর্তীর পরবর্তী ছবিতেও অভিনয় করতে চলেছেন শুভশ্রী ও ঋত্বিক। ছবিতে প্রথমবারের জন্য রাজের সঙ্গে কাজ করতে চলেছেন নাট্যজগতের 'গুরুমা' স্বাতীলেখা সেনগুপ্ত। প্রাথমিক ভাবে ঠিক হয়েছিল ছবির নাম হবে 'আম্মা'। কিন্তু পরে তা পরিবর্তিত হয়ে 'গর্ভধারিণী' রাখা হয়। আজই ছিল ছবির শুভ মহরৎ। সোশাল মিডিয়ায় রাজ শেয়ার করলেন মহরতের দৃশ্য।

মহরতের পুজোয়...
এই ছবিতে স্বাতীলেখা, শুভশ্রী, ঋত্বিকের সঙ্গে কাজ করবেন পার্নো মিত্র এবং সোহম। স্বাতীলেখার মতো পার্নোও এই প্রথম কাজ করছেন রাজের সঙ্গে। ছবিটি রাজনৈতিক। বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করেই ছবিটি তৈরি করছেন রাজ চক্রবর্তী।
শুভশ্রীর হাতে ক্ল্যাপবোর্ড...
এর আগেও 'প্রলয়'এর মতো রাজনৈতিক ছবি বানিয়েছেন রাজ। 'গর্ভধারিণী'তে দেখা যাবে এক বৃদ্ধা মহিলাকে। যাঁকে দেখভাল করে এক অল্পবয়সী নারী। সেই বাড়িতে আশ্রয় নেয় আরও তিনজন। এদের প্রত্যেকেরই অতীত রয়েছে। এদের প্রত্যেকের মধ্যেই তৈরি হয় অন্তর্দ্বন্দ্ব। ছবিটি নিয়ে ইতিমধ্যেই একটা উৎসাহ তৈরি হয়েছে দর্শকের মধ্যে।

ABOUT THE AUTHOR

...view details