বদলে গেল 'আম্মা', রাজের পরবর্তী ছবি 'গর্ভধারিণী' - Raj Chakrabarty
রাজ চক্রবর্তীর পরবর্তী ছবির নাম 'গর্ভধারিণী'। প্রাথমিকভাবে এই ছবির নাম 'আম্মা' হওয়ার কথা ছিল।
গর্ভধারিণী
কলকাতা : কয়েকদিন আগে জানা গিয়েছিল, রাজ চক্রবর্তীর পরবর্তী ছবিতেও অভিনয় করতে চলেছেন শুভশ্রী ও ঋত্বিক। ছবিতে প্রথমবারের জন্য রাজের সঙ্গে কাজ করতে চলেছেন নাট্যজগতের 'গুরুমা' স্বাতীলেখা সেনগুপ্ত। প্রাথমিক ভাবে ঠিক হয়েছিল ছবির নাম হবে 'আম্মা'। কিন্তু পরে তা পরিবর্তিত হয়ে 'গর্ভধারিণী' রাখা হয়। আজই ছিল ছবির শুভ মহরৎ। সোশাল মিডিয়ায় রাজ শেয়ার করলেন মহরতের দৃশ্য।