পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কেমন সাজে 'পাসওয়ার্ড' ছবির চরিত্ররা, নাম কী তাদের? - দেব

কয়েকদিন আগের খবর। ব্যাংককে শুটিং শেষ হল দেব প্রযোজিত এবং কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'পাসওয়ার্ড'। আর এবার সামনে এল ছবির চরিত্রদের লুক এবং তাদের নাম। ছবিগুলি ETV ভারত সিতারার সঙ্গে শেয়ার করল দেবের প্রযোজনা সংস্থা 'দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স'।

কমলেশ্বর মুখার্জি

By

Published : Aug 6, 2019, 7:41 AM IST

কলকাতা : 'পাসওয়ার্ড' ছবিতে পাঁচটি মুখ্য চরিত্রে অভিনয় করছেন দেব, রুক্মিণী মৈত্র, পরমব্রত চট্টোপাধ্যায়, পাওলি দাম ও আদৃত রায়। দেব এখানে একজন কপ, প্রশাসনিক ব্যক্তিত্ব। অপরাধীদের শাস্তি দেওয়াই তার কাজ। দেব অভিনীত চরিত্রটির নাম রোহিত দাশগুপ্ত।

অন্যদিকে রুক্মিণীর চরিত্রের নাম নিশা, পরমব্রতকে দেখা যাবে ইসমাইলভের ভূমিকায়। পাওলির চরিত্রের নাম মারিয়ম এবং আদৃত রায়কে দেখা যাবে আদির চরিত্রে।

দেব - রোহিত দাশগুপ্ত
পরমব্রত - ইসমাইলভ
রুক্মিনী - নিশা
পাওলি - মারিয়ম
আদৃত - আদি


সাইবার দুনিয়ার ভয়ানক দিকগুলোকে তুলে ধরবে 'পাসওয়ার্ড' ছবিটি। কীভাবে ব্যক্তির অলক্ষ্যেই তার সমস্ত ব্যক্তিগত তথ্য অপরের হাতে চলে যায়, সেটি দেখানো হবে। এই ছবি সতর্ক করবে মানুষকে, যাতে সে সমস্ত বিপদ এড়িয়ে সাইবার দুনিয়ায় নিজেকে বাঁচিয়ে চলতে পারে। ছবিটি মুক্তি পাবে এই পুজোতে।

ABOUT THE AUTHOR

...view details