কলকাতা : কোরোনা হানায় 17 মার্চ শুটিং বন্ধ হয়েছিল পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত 'অভিযান' ছবির । তারপর দীর্ঘ লকডাউনে বন্ধই ছিল সেই ছবির শুটিং । শুটিংয়ের অনুমতি মেলায় ফের ফ্লোরে ফিরল টিম 'অভিযান' । ছবির প্রযোজক রতন শ্রী নির্মাণ ও রোড শো ফিল্মস প্রাইভেট লিমিটেড । খোঁজ নিল ETV ভারত সিতারা ।
সপ্তাহের তিনদিন শুটিং হবে 'অভিযান'এর । অগাস্টের প্রথম সপ্তাহের মধ্যে শুটিং শেষ করার পরিকল্পনা আছে পরমদের । কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে ইতিমধ্যেই শুটিং করেছেন পরম । শুটিং এ উপস্থিত ছিলেন যিশু সেনগুপ্ত, দেবশংকর হালদারও । যোধপুর পার্ক ও তপন থিয়েটারের বিভিন্ন লোকেশনে শুটিং হয়েছে । শুটিংয়ের কিছু ছবি ETV ভারত সিতারাকে পাঠিয়েছে টিম 'অভিযান' ।
ফের শুরু পরমব্রতর 'অভিযান', শুটিং ফ্লোরে সৌমিত্র - সৌমিত্র চ্যাটার্জির খবর
লকডাউন শিথিল হওয়ার পর স্বাভাবিক ছন্দে ফিরছে টলিপাড়া । শুটিং শুরু হল পরমব্রত চ্যাটার্জি পরিচালিত 'অভিযান'-এর ।
Soumitra chatterjee biopic
বর্ষীয়ান অভিনেতারা এই সময় শুটিং করতে নিমরাজি থাকা সত্বেও, সৌমিত্র চট্টোপাধ্যায় কিন্তু পিছপা হননি । গত সপ্তাহ থেকেই শুটিং ফ্লোরে আসতে শুরু করেছেন তিনি । ইতিমধ্যেই শ্যামল বোসের ছবি ও একটি বিজ্ঞাপনের ছবির শুটিং করে ফেলেছেন সৌমিত্রবাবু । সমস্ত সুরক্ষাবিধি মানলেই তিনি শুটিংয়ে আসতে রাজি হবেন বলে জানিয়েছিলেন ETV ভারত সিতারাকে ।