পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

রঞ্জনের পরবর্তী ছবি 'মহিষাসুরমর্দ্দিনী' - রঞ্জন ঘোষের ছবি

রঞ্জন ঘোষের পরবর্তী ছবি নাম 'মহিষাসুরমর্দ্দিনী' । খোঁজ নিল ETV ভারত সিতারা ।

mahishasurmardini bengali film
mahishasurmardini bengali film

By

Published : Oct 17, 2020, 2:48 PM IST

কলকাতা : আজ প্রতিপদ । দেবীপক্ষ চলছে । এই বিশেষ সময়েই নিজের পরবর্তী ছবির কথা ঘোষণা করলেন পরিচালক রঞ্জন ঘোষ । জানালেন ETV ভারত সিতারাকে ।



রঞ্জনের পরবর্তী ছবির নাম 'মহিষাসুরমর্দ্দিনী' । এর আগে 'হৃদ মাঝারে', 'রংবেরঙের কড়ি', 'আহারে'-এর মতো ছবি তৈরি করেছেন রঞ্জন । এক একটি ছবি এক এক স্বাদের । কোনওটায় ধরা পড়েছে নিপাট প্রেম, কোনওটায় গভীর মনস্তত্ত্ব, তো কোনওটায় খাবারের সঙ্গে মানুষের আত্মিক যোগ ।

রঞ্জন
'মহিষাসুরমর্দ্দিনী' ছবিতে কে কে অভিনয় করছেন, সেটি অবশ্য এখনই চূড়ান্ত হয়নি । তবে ছবির শুটিং শুরু হবে পরের বছর থেকে । আমাদের জানালেন রঞ্জন নিজেই । ছবিটি নিবেদন করছেন পবন কানোডিয়া । চিত্রনাট্য লিখেছেন রঞ্জন নিজেই ।

ABOUT THE AUTHOR

...view details