সুদীপ্তা চক্রবর্তী : শুধুমাত্র একজন পরিচালক বা মেন্টর হিসেবে ঋতুপর্ণকে পাননি অভিনেত্রী সুদীপ্তা পাননি, এক খুব ভালো বন্ধু হিসেবে পেয়েছিলেন । এমন এক বন্ধু, যাঁর সঙ্গে আলোচনা করেই অনেক সিদ্ধান্ত নিতেন তিনি । সুদীপ্তা আমাদের বললেন, "ঋতুপর্ণকে নিয়ে আমার যা অনুভূতি আছে, সেটা ভীষণই মনের ভিতরকার । সহসা বাইরে প্রকাশ করতে পারি না । আজ ঋতুপর্ণ বেঁচে থাকলে, ইন্ডাস্ট্রিটা অন্যরকম হত । বাংলা ছবি অন্যরকম হত । আর আমার ব্যক্তিগত জীবনের বেশ কিছু জিনিসও হয়তো অন্যরকম হত । জীবনে যেসব সিদ্ধান্ত জিজ্ঞেস করে নিতে পারতাম, সেগুলো না জিজ্ঞাসা করেই তো নিয়ে নিলাম । ওঁর সঙ্গে আমার সাংসারিক কথা বেশি হয়েছে । মানুষটা খুবই একা জীবন কাটাতেন, ওঁর উপর লকডাউনের কোনও আলাদা প্রভাব পড়ত কিনা আমি জানি না ।"
ঋতুপর্ণ নেই ! কান্নাটা জমাট বেঁধে আজও - rituparno ghosh death day
7 বছর আগের কথা । হঠাৎ করেই সবাইকে ফাঁকি দিয়ে পরলোকে যাত্রা করেন ঋতুপর্ণ ঘোষ । গোটা চলচ্চিত্র জগতকে স্তব্ধ করে দিয়েছিল এই খবর । ঋতুপর্ণ শুধু একজন দক্ষ পরিচালক, চিত্রনাট্যকার বা অভিনেতা নন...তিনি সকলের মনের খুব কাছের । তিনি যেন বুঝতেন সকলের মনের কথা, বিশেষ করে নারীদের । আর তার প্রতিফলনই দেখা যেত তাঁর সৃষ্টিতে । আজও ঋতুর প্রয়াণকে মেনে নিতে পারেন না কাছের মানুষজন । সেরকমই কয়েকজনের সঙ্গে কথা বলল ETV ভারত সিতারা ।
rituparno ghosh
মিমি চক্রবর্তী : অভিনেত্রী-সাংসদ মিমির ক্যারিয়ার শুরুই হয়েছিল ঋতুপর্ণ ঘোষের হাত ধরে । 'গানের ওপারে' ধারাবাহিকে পুপে চরিত্রে মিমিকে কাস্ট করেছিলেন ঋতু । তাঁকে স্মরণ করতে তাই মিমি গতকাল রাত তিনটে পর্যন্ত 'গানের ওপারে' ধারাবাহিকটি দেখেছেন । এরপর বড় পরদায় প্রবেশ ঘটলেও এখনও অনেক সিনেপ্রেমীদের কাছে মিমির ও পুপে চরিত্রটিই সেরা ।
জানা নেই ঋতুপর্ণ কোথায় আছেন..কিন্তু তাঁর অজস্র সৃষ্টি এখনও অনেকের মনখারাপের সঙ্গী, একলা সময়ের বন্ধু । এভাবেই আমাদের স্মরণে থেকে যাবেন ঋতু..
Last Updated : May 30, 2020, 7:32 PM IST