পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ইউটিউব চ্যানেল লঞ্চ করছেন মিমি - Mimi Chakrabarty

অভিনয় ও রাজনীতির বাইরে আরও একটা কাজে পারদর্শী মিমি চক্রবর্তী। তিনি ভালো গানও জানেন। এই গুণটিকে কাজে লাগিয়ে এবার নিজের ইউটিউব চ্যানেল লঞ্চ করতে চলেছেন মিমি।

Mimi Chakrabarty Youtube

By

Published : Aug 30, 2019, 9:24 PM IST

Updated : Aug 30, 2019, 9:44 PM IST

কলকাতা : নিজের ইউটিউব চ্যানেল তৈরি করার ইচ্ছা অনেকদিনেরই। এবার সেই ইচ্ছা পূরণ হতে চলেছে মিমির। আর সেই জন্য তিনি কাটিয়েছেন অনেক বিনিদ্র রাত। সোশাল মিডিয়ায় নিজেই এই কথা জানালেন মিমি।

লাল টু-পিসে একটি উষ্ণ ছবি শেয়ার করে মিমি লিখেছেন, "অনেক মাস ধরে চিন্তাভাবনা করে, নেভার এন্ডিং মিটিং করে, ঘণ্টার পর ঘণ্টা বিনিদ্র দিন ও রাত কাটিয়ে অবশেষে আমার ড্রিম প্রোজেক্টের প্রথম লুক সামনে এল।"

তিনি আরও লিখেছেন, "আজ ঘোষণা করছি , আমি আমার ইউটিউব চ্যানেল লঞ্চ করছি খুব তাড়াতাড়ি। আমায় ভালোবাসুন ও আশীর্বাদ করুন।"

মিমি আপাতত দেশের বাইরে। তাই যোগাযোগ করা যায়নি তাঁর সঙ্গে। তবে অভিনেত্রীর ম্যানেজারের সঙ্গে কথা বলে জানা গেল যে, নতুন চ্যানেলের জন্য গান রেকর্ডিং করেছেন মিমি। সর্বাগ্রে সেই মিউজ়িক ভিডিয়ো মুক্তি পাবে তাঁর চ্যানেলে।

Last Updated : Aug 30, 2019, 9:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details