কলকাতা : লকডাউনে উইন্ডোজ় প্রযোজনা সংস্থা প্রতি সপ্তাহে আনছে নতুন নতুন শর্টফিল্ম । গত সপ্তাহের শর্টফিল্মটি ছিল 'হিং' । দুই বোনকে নিয়ে গল্পটি বুনেছিলেন জিনিয়া সেন । বাড়ি বসে অভিনয় করেছিলেন অপরাজিতা আঢ্য এবং মানালি দে । আর এই সপ্তাহের জার্নি 'রূপকথা'-র দেশে ।
শিবপ্রসাদের লেখা রূপকথায় নায়ক বিশ্বনাথ - lockdown shorts by windows
লকডাউন বদলে দিয়েছে আমাদের জীবন, আমাদের লাইফস্টাইল । তাই পুরোনো জীবন থেকেই উঠে আসছে অনেক নতুন নতুন গল্প । সেরকমই কিছু গল্প দর্শকের সামনে তুলে ধরছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা 'উইন্ডোজ়', 'লকডাউন শর্টস'-এর মোড়কে ।
![শিবপ্রসাদের লেখা রূপকথায় নায়ক বিশ্বনাথ biswanath basu in Roopkotha lockdown shorts](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6881559-662-6881559-1587463756946.jpg)
biswanath basu in Roopkotha lockdown shorts
আজ বিকেল 5টায় 'উইন্ডোজ'এর অফিশিয়াল পেজে মুক্তি পাবে এই শর্টফিল্ম, নাম 'রূপকথা'। ছবির গল্প নির্মাণ করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় আর অভিনয় করেছেন বিশ্বনাথ বসু । প্রযোজনা সংস্থা শেয়ার করেছে 'রূপকথা'-র পোস্টার ।
তবে শর্টফিল্মের বিষয় কী ? সেই নিয়ে মুখ খোলেননি উইন্ডোজ়ের কেউ । হয়তো দর্শককে চমক দেবেন বলেই । এই লকডাউনে দর্শকের মনোরঞ্জনই উইন্ডোজ়-এর প্রধান উদ্দেশ্য এবং অবশ্যই কোরোনা নিয়ে সচেতনতা বৃদ্ধি ।
TAGGED:
lockdown shorts by windows