পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ভালো নেই সৌমিত্র, জানাল হাসপাতাল কর্তৃপক্ষ

আজ মস্তিষ্কে MRI হয়েছে সৌমিত্র চ্যাটার্জির । কোনও সমস্যা দেখা দেয়নি সেখানে । তবে তাঁর অবস্থা খুব ভালো নয় বলেই জানিয়েছে হাসপাতাল কতৃপক্ষ ।

soumitra chatterjee critical
soumitra chatterjee critical

By

Published : Oct 12, 2020, 8:42 PM IST

কলকাতা : আজ মস্তিষ্কে MRI হয়েছে সৌমিত্র চ্যাটার্জির । কোনও সমস্যা দেখা দেয়নি সেখানে । তবে তাঁর অবস্থা খুব ভালো নয় বলেই জানিয়েছে হাসপাতাল কতৃপক্ষ । সংকটের মধ্যেই রয়েছেন তিনি । নতুন করে জ্বর দেখা দিয়েছে । ETV ভারত সিতারার সঙ্গে কথা বললেন হাসপাতালের CEO প্রদীপ ট্যান্ডন ।



সন্ধ্যাবেলায় প্রদীপবাবু জানালেন, "সৌমিত্র চ্যাটার্জি খুব একটা ভালো নেই । 48 ঘণ্টা ধরে ওঁর নিউরোলজিকাল অবস্থা আগের মতোই আছে । তিনি অধিকাংশ সময়তেই তন্দ্রাচ্ছন্ন ও দুর্বল রয়েছেন । খুবই অস্থির হয়ে আছেন । এটাই এখনকার সমস্যা । শরীরের অন্যান্য অংশ ঠিকঠাক কাজ করছে, উন্নতি করছে । তবে নতুন করে ফের জ্বর হয়েছে ওঁর । তাই আমাদের চিন্তা বেড়েছে ।"

তিনি আরও বললেন, "এখনও পর্যন্ত লাইফ সাপোর্টে রাখা হয়নি । যদি নিউরোলজিকাল অবস্থার উন্নতি না হয়, দরকার পড়বে । ভেন্টিলেশনেরও প্রয়োজন হতে পারে । আমাদের এখনও অনেক আশা আছে, যেহেতু ওঁর শরীরের অধিকাংশ অংশ ঠিক মতো কাজ করছে । কোরোনার বিষয়টি খুব বেশি গুরুগম্ভীর নয় এখন । আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি । ১৫জনের ডাক্তারের একটা দল সবসময় কাজ করছে । আমরা MRI করিয়েছি আজ । সেখানে কোনও জটিলতা দেখা যায়নি ।"

আরও পড়ুন : আজ মস্তিষ্কের MRI হতে পারে সৌমিত্র চট্টোপাধ্যায়ের

5 তারিখ কোরোনা পরীক্ষা করার পর জানা যায় কোরোনা আক্রান্ত সৌমিত্র চট্টোপাধ্যায় । একটুও সময় নষ্ট না করে পরিবার তাঁকে ভরতি করে মিন্টোপার্কের বেসরকারি হাসপাতালে । তার আগে ভারতলক্ষ্মী স্টুডিয়োতে নিজের জীবন অবলম্বনে তথ্যচিত্রর শুটিং সম্পন্ন করেছিলেন তিনি । পরদিন থেকেই শরীর খারাপ ।

ETV ভারত সিতারা সৌমিত্রর দ্রুত আরোগ্য কামনা করে ।

ABOUT THE AUTHOR

...view details