কলকাতা : 'টনিক', 'ধর্মযুদ্ধ'-র পর এবার পালা 'গুলদস্তা'-র । কোরোনা ভাইরাসের সংক্রমণ কমাতে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের দেওয়া নির্দেশ মেনে পিছিয়ে গেল ছবির মুক্তি । অর্জুন দত্ত পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন স্বস্তিকা মুখার্জি, অর্পিতা চ্যাটার্জি ও দেবযানী চ্যাটার্জি ।
18 তারিখ থেকে 30 মার্চ পর্যন্ত দেশজুড়ে বন্ধ রাখা হয়েছে সমস্ত সিনেমা হল । টেলিভিশন, সিনেমা বা OTT প্ল্যাটফর্ম, সব মাধ্যমেই বন্ধ শুটিং । তাই পিছিয়ে যাচ্ছে সমস্ত সিনেমার মুক্তিও, টেলিভিশন চলছে ব্যাঙ্কিংয়ের ভরসায় ।