কলকাতা : বাংলা সিনেমার ভক্ত, অথচ ভানু বন্দ্যোপাধ্যায়ের নাম শোনেননি, এমন ব্যক্তি ভারতে খুঁজে পাওয়া যাবে বলে মনে হয় না । ৩০০রও বেশি ছবিতে কাজ করেছেন । নিয়মিত রেডিয়োতে পারফর্ম করতেন যমালয়ের এই জীবন্ত মানুষ । একগাল হাসি নিয়ে চলে আসতেন স্ক্রিনে । নিজে গম্ভীর থেকে হাসিয়ে যেতেন মানুষকে । কোনও ফিল্মে আবার তাঁর সিরিয়াস অভিনয়ও প্রশংসা পেয়েছে দর্শকের । ভানুকে আজও ভোলেনি দর্শক । ভানু বন্দোপাধ্যায়ের শততম জন্মবার্ষিকী আজ । এই বিশেষ দিনে নাতনি গার্গী মুখোপাধ্যায় বিশেষ উপহার নিয়ে এলেন দাদুর জন্য । ETV ভারত সিতারার সঙ্গে কথা বললেন গার্গী ।
শতবর্ষে ভানু ! দাদুর জন্য রইল নাতনির বিশেষ উপহার - ভানু বন্দ্যোপাধ্যায়ের খবর
একটি তথ্যচিত্র তৈরি করেছেন গার্গী, যেটি ধারাবাহিকভাবে দেখানো হবে গোটা সেপ্টেম্বর মাস জুড়ে । ডকুমেন্টারির বিষয়বস্তু ভানু বন্দ্যোপাধ্যায় । আজ সেই ডকুমেন্টারি সিরিজ়ের ট্রেলার সামনে এনেছেন গার্গী । বাংলা চলচ্চিত্র জগতের কিংবদন্তিরা যুক্ত হয়েছেন তাঁর এই কাজে । সৌমিত্র চট্টোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, মিতা চট্টোপাধ্যায়, লিলি চক্রবর্তী, কে নেই ?
![শতবর্ষে ভানু ! দাদুর জন্য রইল নাতনির বিশেষ উপহার bhanu bandopadhyay 100 years](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-8564490-353-8564490-1598437375231.jpg)
bhanu bandopadhyay 100 years
আমাদের গার্গী বলেছেন, "এই ডকুমেন্টারিতে এঁরা সকলেই দাদুর সম্পর্কে কথা বলেছেন । জানিয়েছেন দাদুকে নিয়ে তাঁদের মনের কথা । প্রত্যেকেই তো সামনে থেকে দেখেছেন দাদুকে । এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে এই সময়ে ।"
ডকুমেন্টারির সঙ্গে জড়িয়ে আছে গার্গীর প্রযোজনা সংস্থা PEGASUS ফিল্মস । 1 সেপ্টেম্বর ডকুমেন্টারির প্রথম অংশটি দেখানো হবে 'পেগাসাস সিরিজ়' নামে ইউটিউব চ্যানেল । তারপর একে একে অন্য অংশগুলোও আপলোড করা হবে ।
Last Updated : Aug 26, 2020, 4:53 PM IST