কলকাতা : উত্তমকুমারের পরিবারের কোনও অনুমতি ছাড়াই এই বাণিজ্যিক ছবি তৈরি করছেন প্রবীর রায়, এই অভিযোগেই ইংজাঙ্কশন ফাইল করেছেন গৌরব। শুধু তাই নয়, এই ছবিতে উত্তমকুমারের ভাবমূর্তীও নষ্ট করার চেষ্টা হয়েছে, অভিযোগ উঠেছে এমনও। বিষয়টি পরিষ্কার করে আমাদের জানালেন সৌমেন্দ্র রায়চৌধুরী।
তিনি বললেন, "'যেতে নাহি দিব' ছবির প্রদর্শনে ইংজাঙ্কশন মুভ করা হয়েছে। প্রথমত, ছবিটি তৈরির ক্ষেত্রে গৌরব চ্যাটার্জি বা উত্তমকুমারের পরিবারের কারো অনুমতি নেওয়া হয়নি। দ্বিতীয়ত, ছবিতে উত্তমকুমারের যেই ভাবমূর্তী তুলে ধরার চেষ্টা হয়েছে, একাধিক অভিনেত্রীদের সঙ্গে তাঁর সম্পর্ক দেখানো হয়েছে, এইসব নিয়েও আপত্তি জানিয়েছেন মহানায়কের পরিবার।"