কলকাতা : দীর্ঘ কয়েক দশকের প্রেম অভিনেত্রী দোলন রায় ও দীপঙ্কর দে'র । বয়সের ফারাক থাকলেও কুছ পরোয়া নহিঁ । মনের মিলেই এতগুলো বছর একসঙ্গে হেসে খেলে কাটিয়েছেন দু'জনে । কিন্তু, সম্প্রতি একে অপরকে সামাজিক স্বীকৃতিও দিয়েছেন তাঁরা, বিয়ে করেছেন আইনি মতে । আর সেই দিক থেকে এটাই তাঁদের প্রথম অফিশিয়াল জামাইষষ্ঠী । কেমনভাবে দিনটা পালন করবেন দোলন-দীপঙ্কর ? জানালেন ETV ভারত সিতারাকে ।
এই বছরটা, অর্থাৎ, 2020 সালটা সবার কাছেই এখনও অবধি একটা ভয়ানক রূপ ধারণ করেছে । কোরোনার উপদ্রব, লকডাউনের ধাক্কা, গৃহবন্দী মানুষ, কর্মী চাটাই, আমফানের তাণ্ডব... এসব লেগেই আছে একের পর এক । তার মধ্যেও তো মানুষ আনন্দ খুঁজে নিচ্ছে । এই যেমন প্রথম জামাইষষ্ঠীতে ঠিকমতো আনন্দ করতে না পারলেও উদযাপনে কমতি রাখছেন না সধ্য বিবাহিত দোলন রায় ও দীপঙ্কর দে ।
জামাইষষ্ঠী স্পেশাল : দীপঙ্করের প্রথম জামাইষষ্ঠী, উচ্ছ্বসিত দোলন - dipankar Dey and Dolan Ray news
প্রথম জামাইষষ্ঠী কীভাবে পালন করবেন দীপঙ্কর-দোলন ?
dolon roy dipankar dey
শত খারাপ লাগার মধ্য়েও একটু ভালো থাকা খুঁজে নিচ্ছেন সদ্য বিবাহিত দম্পতি । শুভেচ্ছা রইল ETV ভারত সিতারার ।