কলকাতা : ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার ডিরেক্টরর্স অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি বিমল দে বলেন, "সুব্রতরঞ্জন দত্ত আমাদের কাছে যে অভিযোগটা করেছে ঋত্বিক সম্পর্কে, আমরা সেটার প্রত্যক্ষদর্শী নই। সুব্রতর মুখ থেকে যা শুনেছি এবং অভিযোগপত্রে যা পেয়েছি, তার পরিপ্রেক্ষিতে আমরা আর্টিস্ট ফোরামের কাছে বিষয়টি তুলে ধরব। এরপর যদি আর্টিস্ট ফোরাম আমাদের ডেকে পাঠায়, তখন আমরা ওঁদের সঙ্গে বসেও মীমাংসা করার চেষ্টা করব। যদি সমাধানসূত্র বেরোয় আমরা করতে রাজি আছি।"
"এখন আর অভিনেতার নামে টিকিট বিক্রি হয় না", ঋত্বিকের দুর্ব্যবহার প্রসঙ্গে বিমল দে - ঋত্বিক চক্রবর্তী
ঋত্বিক চক্রবর্তীর দুর্ব্যবহারের পরিপ্রেক্ষিতে পরিচালক সুব্রতরঞ্জন দত্ত দ্বারস্থ হয়েছেন ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের। ঋত্বিকের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। ETV ভারত সিতারা পৌঁছে যায় ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার ডিরেক্টরর্স অ্যাসোসিয়েশনের অফিসে। সরাসরি সংগঠনের জেনারেল সেক্রেটারি বিমল দের সঙ্গে কথা বলি আমরা।
সুব্রতরঞ্জন দত্ত
আমাদের সঙ্গে কথা বললেন স্বয়ং সুব্রতরঞ্জন দত্ত। তিনি বললেন, "ঋত্বিক আমায় যে আঘাতটা দিলেন, আশা করব আর কারো সঙ্গে উনি এই ব্যবহারটা করবেন না। আর কোনও ছোটো পরিচালক ওঁর কাছে যাবেও না। আর আমি প্রয়োজন পড়লে ফুটপাত থেকে অভিনেতা তুলে এনে অভিনয় করাব। কিন্তু ওঁকে আর নেব না।"
ফেডারেশনের পক্ষ থেকেও যথেষ্ট সহযোগিতা পাচ্ছেন বলে জানালেন সুব্রতরঞ্জন। দেখে নিন ভিডিয়োয়।
Last Updated : Aug 22, 2019, 8:54 PM IST