কলকাতা : সৌমিত্র চট্টোপাধ্যায় কেমন আছেন, প্রতিমুহূর্তের খবর রাখছি আমরা । আজ সকালেই জানা যায় যে, অনেকটা সুস্থ আছেন তিনি, ছটফটানিও কমেছে অনেকটা । আবারও হাসপাতালের CEO প্রদীপ টন্ডনের সঙ্গে কথা বললাম আমরা ।
প্রদীপবাবু আমাদের জানালেন, "ওঁর শরীর এখন সামান্য নিস্তেজ । সামান্য জ্বরও রয়েছে শরীরে । দ্বিতীয় প্লাজ়মা থেরাপি শুরু করা হচ্ছে । একটু অস্থির আছেন সৌমিত্র ।"
অ্যাকিউট কনফিউশনাল স্টেট (প্রগ্রেসিভ ইন নেচার), ফুসফুসে পরিমিত কোভিড সংক্রমণ, উর্ধ্বমুখী PSA, উর্ধ্বমুখী CPKMB- সহ আরও কয়েকটি জটিলতা রয়েছে সৌমিত্রর শরীরে । ক্যানসারেরও একটা সমস্যা আছে বহু বছর ধরে । তাই কেসটি খুব গুরুত্বের সঙ্গে হ্যান্ডল করছেন মেডিকেল টিম ।
আরও পড়ুন : আগের থেকে সুস্থ, অক্সিজেন সাপোর্টের প্রয়োজন হচ্ছে না সৌমিত্র চট্টোপাধ্যায়ের
এই মুহর্তে সৌমিত্রকে একাধিক থেরাপির মধ্যে রাখা হয়েছে । রেমডেসিভির, স্টেরয়েড, অ্যান্টিকোয়াগুলেশন, অ্যান্টি প্লেটলেটস এবং লো-ডোজ় ডিউরেটিক্স, প্লাজ়মা থেরাপি-র মতো একাধিক চিকিৎসা চলছে তাঁর উপর । প্রতি মুহূর্তে মনিটর করা হচ্ছে তাঁকে এবং সেই মতো চিকিৎসা প্রক্রিয়া তৈরি করা হচ্ছে ।