কলকাতা : পুজোতেই মুক্তি পাচ্ছে অনির্বাণ ভট্টাচার্য অভিনীত 'ড্রাকুলা স্যার' । SVF এন্টারটেইনমেন্ট প্রযোজিত ও দেবালয় ভট্টাচার্য পরিচালিত এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল অনেক আগেই । মাঝে কোভিড ও লকডাউনের কারণে স্থগিত হয় ছবির হল মুক্তি । এখন মুক্তির অপেক্ষায় 'ড্রাকুলা স্যার' । আগামী 15 অক্টোবর থেকে খুলছে হল । আর 21 তারিখ মুক্তি পাচ্ছে এই থ্রিলারধর্মী মননের গল্প ।
হল খুললে দর্শক ছবি দেখতে আসবেন ? 50% অকুপেন্সি রাখার কথা বলা হয়েছে । এই বিষয়ে অনির্বাণের কী মত ? তিনি ETV ভারত সিতারাকে জানালেন, "কোরোনাকে আমরা জয় করব, আমরা লড়াই করব, এই বিষয়টি নিয়ে অনেক কথা হয়েছে । সভায় স্লোগান দেওয়ার মতো । কোভিড অনেক বড় একটা বিষয় । সেটাকে ধ্বংস করা সহজ নয় এটা মানুষ বুঝে গেছে ।"
ভিডিয়ো : বয়স্ক মানুষদের সিনেমা হলে না যাওয়ার আর্জি জানালেন অনির্বাণ - অনির্বাণ ভট্টাচার্যের খবর
সিনেমা হল খুলছে বটে, তবে সেখানে বয়স্ক মানুষদের না যাওয়াই ভালো...ETV ভারত সিতারার ক্যামেরায় বললেন অনির্বাণ ।
anirban bhattacharya on cinema hall opening
বরং এই কোরোনার থেকে নিজেকে বাঁচিয়ে চলাই বুদ্ধিমানের কাজ, মত অনির্বাণের । রাস্তাঘাটের তুলনায় সিনেমা হলের মধ্যে নিয়ম মানা সহজ । তাই দর্শককে হলে আসার আমন্ত্রণ জানিয়েছেন অভিনেতা । তবে সঙ্গে এটাও বলেছেন যে, "বয়স্ক মানুষদের বলব তাঁরা যেন এই বছরটা সিনেমা হলে না আসেন ।" নিজের ছবি মুক্তি থাকা সত্ত্বেও অনির্বাণের এই বার্তা তাঁর সততার পরিচয় দেয় ।
ভিডিয়োয় শুনে নিন অভিনেতার বক্তব্য...