কলকাতা : নেতাজির অন্তর্ধান নিয়ে প্রচলিত আছে অনেক থিয়োরি। তারই মধ্যে মুখার্জি কমিশন প্রস্তাবিত তিনটি সম্ভাব্য থিয়োরির উপর আলোকপাত করে 'গুমনামী'। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি ও সাংবাদিক চন্দ্রচূড় ধরের চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য।
ইদানিং বেশকিছু বাংলা ছবি 50 দিন বা 100 দিন অতিক্রম করেছে। স্বাভাবিকভাবেই এই ইন্ডাস্ট্রির অংশ হিসেবে সৃজিত খুবই খুশি বাংলা ছবির এই সাফল্যে। তিনি বললেন, "খুবই ভালো লাগে, খুব স্পেশাল মনে হয়। বারবারই বাংলা ছবি ঘুরে দাঁড়ায়। এই বছর 'দুর্গেশগড়ের গুপ্তধন', 'কণ্ঠ', 'গুমনামী' ভালো ফল করেছে। আমার মনে হয় আগের থেকে বাংলা ছবির বক্স অফিস ভালো হয়েছে। গরমকালের একটা উইন্ডো খুলেছে। সেখানে অনেক ছবি ভালো ওয়ার্ক করছে।"