আন্তর্জাতিক প্রতিযোগীতায় প্রবেশ করেছে দুটি বাংলা ছবি, একটি হল গৌতম হালদারের 'নির্বাণ' ও অপরটি হল রনি সেনের 'ক্যাট স্টিকস'। সাদা-কালোয় তৈরি এই ছবি নিয়ে KIFF-এ কথা বললেন পরিচালক রনি..
মাদকাসক্তির গল্প 'ক্যাট স্টিকস' স্থান পেল KIFF-এর প্রতিযোগিতায়
ছবির নাম -ক্যাট স্টিকস পরিচালক- রনি সেন স্ক্রিন প্লে- রনি সেন / সৌম্য কান্তি বিশ্বাস সংগীত- অলিভার উইকস ছবির দৈর্ঘ্য- 94 মিনিট
কয়েকজন মাদকাসক্ত তরুণ-তরুণীর আশা-নিরাশার গল্প 'ক্যাট স্টিকস'। মুষলধারে বৃষ্টির রাতে ব্রাউন শুগারের নেশায় মত্ত কয়েকজন ছেলে-মেয়ে, যাদের প্রত্যেকের বয়স 30-এর মধ্যে। রনি বললেন, "ছবিটার জন্য আমরা টানা তিনমাসের ওয়ার্কশপ করেছি। ছবির চরিত্রদের বাস্তবায়িত করতে এঁরা সত্যিই চুরি করেছেন। পরে সেই জিনিস আবার ফিরিয়েও দিয়েছেন।"
রনি আরও বলেন, "ছবির সংগীত পরিচালনা করেছেন UK-র সংগীত শিল্পী অলিভার উইকস। তিনি বাংলা গান, বিশেষত বাউল গান নিয়ে চর্চা করেন। তাই ভারতীয় সংস্কৃতিকে মাথায় রেখে সংগীত তৈরি করতে খুব একটা অসুবিধা হয়নি। নেশা করার পর এক এক জন একটু অন্য়রকমের শব্দ শোনে, এক এক জনের অনুভূতি এক এক রকম হয়। খুবই দক্ষতার সঙ্গে তা ফুটিয়ে তুলেছেন অলিভার।"