কলকাতা : কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই 7 দিন ধরে সিনেমাপ্রেমীদের জন্য আয়োজিত হচ্ছে বিভিন্নি সিনেমা সংক্রান্ত ইভেন্ট। সেটা বক্তৃতাই হোক বা প্রদর্শনী, আলোচনা সভা হোক বা তর্কসভা। সেরকমই একটি অনুষ্ঠান 'সত্যজিৎ রায় মেমোরিয়াল লেকচার।' এই অনুষ্ঠানটি এই বছর খুবই গুরুত্বপূর্ণ কারণ, ফিল্ম ফেস্টিভালের এই 25 বছরে সত্যজিৎ রায়ের মাস্টারপিস 'গুপী গাইন বাঝা বাইন' পা দিল 50 বছরে। অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন ধৃতিমান চ্যাটার্জি।
কুমার সাহানি, সত্যজিৎ ছাড়াও বিভিন্ন বিদেশি পরিচালকের ছবি নিয়ে আলোচনা করলেন। বললেন, "আমি সত্যজিৎ রায় পরিচালিত যে ছবিটি প্রথম দেখেছিলাম সেটি হল 'পথের পাঁচালী'। তখন আমি স্কুলে পড়ি। সেই সময় আমার সিনেমা সম্বন্ধে কোনও ধারণা ছিল না। তবে ছবিটি দেখে আমার খুব ভালো লেগেছিল। সত্যজিৎ রায় আমরা শ্রদ্ধার মানুষ।"