পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

শিশির মঞ্চে আয়োজিত 'সত্যজিৎ রায় মেমোরিয়াল লেকচার' - Kumar Sahani on Satyajit Ray

25 তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অঙ্গ হিসেবে সোমবার শিশির মঞ্চে আয়োজিত হল 'সত্যজিৎ রায় মেমোরিয়াল লেকচার'। এই অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন নির্দেশক কুমার শাহানি। লেকচারের বিষয় ছিল 'ফিউচার অফ ইন্ডিভিজুয়াল'।

Satyajit Ray latest news

By

Published : Nov 12, 2019, 8:04 AM IST

কলকাতা : কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই 7 দিন ধরে সিনেমাপ্রেমীদের জন্য আয়োজিত হচ্ছে বিভিন্নি সিনেমা সংক্রান্ত ইভেন্ট। সেটা বক্তৃতাই হোক বা প্রদর্শনী, আলোচনা সভা হোক বা তর্কসভা। সেরকমই একটি অনুষ্ঠান 'সত্যজিৎ রায় মেমোরিয়াল লেকচার।' এই অনুষ্ঠানটি এই বছর খুবই গুরুত্বপূর্ণ কারণ, ফিল্ম ফেস্টিভালের এই 25 বছরে সত্যজিৎ রায়ের মাস্টারপিস 'গুপী গাইন বাঝা বাইন' পা দিল 50 বছরে। অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন ধৃতিমান চ্যাটার্জি।

কুমার সাহানি, সত্যজিৎ ছাড়াও বিভিন্ন বিদেশি পরিচালকের ছবি নিয়ে আলোচনা করলেন। বললেন, "আমি সত্যজিৎ রায় পরিচালিত যে ছবিটি প্রথম দেখেছিলাম সেটি হল 'পথের পাঁচালী'। তখন আমি স্কুলে পড়ি। সেই সময় আমার সিনেমা সম্বন্ধে কোনও ধারণা ছিল না। তবে ছবিটি দেখে আমার খুব ভালো লেগেছিল। সত্যজিৎ রায় আমরা শ্রদ্ধার মানুষ।"

তিনি আরও বলেন, "আমি বাংলাদেশকে খুব ভালোবাসি। বাংলাদেশ বহু গুণী মানুষের জন্মভূমি। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে বাংলা ও বাঙালির বিশেষ অবদান রয়েছে। তাঁদের অবদান ভারতবর্ষকে অনেক উন্নত ও সমৃদ্ধ করেছে।"

লেকচারটির একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল সিনেমার সংগীত। সেই প্রসঙ্গে তিনি বলেন, "একটি সিনেমাকে আরও বেশি সমৃদ্ধ করে তার সংগীত। ভালো সংগীত একটি সিনেমাকে একটা অন্য মাত্রায় পৌঁছে দেয়।" তিনি বলেন যে একটি সমৃদ্ধ ও বলিষ্ঠ দেশ গড়তে হলে সেই দেশের নতুন প্রজন্মকে ভয় পেলে চলবে না। তাঁরা যাতে নিজেদের মনের কথা নির্দ্বিধায় ব্যক্ত করতে পারে সে দিকে দেশকে নজর দিতে হবে।

দেখে নিন অনুষ্ঠানের কিছু ঝলক...

দেখে নিন ভিডিয়ো

ABOUT THE AUTHOR

...view details