পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Nov 11, 2019, 10:17 AM IST

ETV Bharat / sitara

KIFF-এর প্রতিযোগিতায় নির্বাচিত ডুবুরিদের গল্প 'ডুবুরি'

ছবির নাম - ডুবুরি (The song of breath) পরিচালক- কৃষ্ণেন্দু দত্ত সংগীত- অতিশয় জৈন ও শুভময় ঘোষ ছবির দৈর্ঘ্য- 76 মিনিট

duburi movie kiff

সুন্দরবনের ডুবুড়িদের নিয়ে তৈরি ছবি 'ডুবুরি'। ছবির পরিচালক কৃষ্ণেন্দু দত্ত। তিনি নিজেও সুন্দরবনের মানুষ। তাই কৃষ্ণেন্দু খুব ভালো করে জানেন এই ডুবুরিদের জীবনটা কীরকম হয়। কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালের আন্তর্জাতিক প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছে ছবিটি।

'কোনও কিছু জলে পড়ে গেলে এই নম্বরে যোগাযোগ করুন, আমরা আপনার জিনিস তুলে আনব', পিঠে এরকম বোর্ড ঝুলিয়ে রাখেন ডুবুরিরা। পরিচালক খুব কাছ থেকে দেখেছেন যে, কীভাবে জীবনের বাজি রেখে জল থেকে মূল্যবান জিনিস তুলে আনেন তাঁরা। তাই তাঁদের নিয়ে ছবি তৈরির চিন্তা মাথায় আসে কৃষ্ণেন্দুর।

ছবির পোস্টার

গোলাপডাঙার এক অল্প বয়সী বিধবা নীলু। বিয়ের সময় তার কানপাশাটি হারিয়ে যায়। সেটা খুঁজে দিতে বাড়ি আসে সনাতন ডুবুরি। কিন্তু শত চেষ্টা করেও খুঁজে পাওয়া যায় না কানাপাশাটি। সনাতন ডুবুরির জীবন ও তার কাজ, নীলুর জীবনের ওঠাপড়া- এই সমস্ত কিছুকে রূপক হিসেবে ব্যবহার করে তৈরি হয়েছে 'ডুবুরি'।

ছবিটি মূলত সাদা-কালো তবে একটি স্বপ্নের দৃশ্য ও শেষের দৃশ্যটি রঙিন। শুনে নিন পরিচালকের বক্তব্য...

দেখে নিন ভিডিয়ো...

ABOUT THE AUTHOR

...view details