সুন্দরবনের ডুবুড়িদের নিয়ে তৈরি ছবি 'ডুবুরি'। ছবির পরিচালক কৃষ্ণেন্দু দত্ত। তিনি নিজেও সুন্দরবনের মানুষ। তাই কৃষ্ণেন্দু খুব ভালো করে জানেন এই ডুবুরিদের জীবনটা কীরকম হয়। কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালের আন্তর্জাতিক প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছে ছবিটি।
'কোনও কিছু জলে পড়ে গেলে এই নম্বরে যোগাযোগ করুন, আমরা আপনার জিনিস তুলে আনব', পিঠে এরকম বোর্ড ঝুলিয়ে রাখেন ডুবুরিরা। পরিচালক খুব কাছ থেকে দেখেছেন যে, কীভাবে জীবনের বাজি রেখে জল থেকে মূল্যবান জিনিস তুলে আনেন তাঁরা। তাই তাঁদের নিয়ে ছবি তৈরির চিন্তা মাথায় আসে কৃষ্ণেন্দুর।