পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

তামিল ভাষায় তৈরি হচ্ছে সৃজিতের 'ভিঞ্চি দা'

তামিল ভাষায় তৈরি হচ্ছে সৃজিত মুখার্জির ছবি 'ভিঞ্চি দা'। SVF থেকে জানা গেল এই খবর।

vinci da in tamil

By

Published : Nov 2, 2019, 4:47 PM IST

কলকাতা : তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি এক অত্যন্ত সমৃদ্ধ ইন্ডাস্ট্রি। সেই ভাষায় বাংলা ছবির রিমেক হলে সেটা খুবই আনন্দের খবর বাঙালিদের জন্য। তবে এটা প্রথমবার নয়, এর আগে সৃজিতের 'হেমলক সোসাইটি'-র রিমেক হয়েছে মারাঠী ভাষায় ও 'অটোগ্রাফ' ছবির রিমেক হয়েছে মালায়লম ভাষায়।

প্রযোজনা সংস্থা SVF-এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, ছবির রাইটস বিক্রি করা হয়েছে তামিল ছবি তৈরি করার জন্য়। তবে ছবিটি কে পরিচালনা করবেন সেই বিষয়ে কিছু জানা যায়নি এখনও। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, প্রযোজক জি.ধনঞ্জয়ন কিনেছেন 'ভিঞ্চি দা'-র সত্ত্ব।

2019 সালের 12 এপ্রিল 'ভিঞ্চি দা' মুক্তি পেয়েছিল। থ্রিলারধর্মী এই ছবি বেশ প্রশংসা পেয়েছে বাঙালি দর্শকের। ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ ও ঋত্বিক চক্রবর্তী। মূলত রুদ্রনীলেরই মস্তিষ্কপ্রসূত এই ছবি। তার সঙ্গে যুক্ত হয়েছে সৃজিতের পরিচালনা দক্ষতা। তামিল দর্শককেও কি মাতাতে পারবে 'ভিঞ্চি দা'? উত্তর দেবে সময়।

ABOUT THE AUTHOR

...view details